জামাইষষ্ঠী মানেই খাওয়াদাওয়া, রংবেরঙের জামাকাপড় পরা। প্রায় সমস্ত বাঙালি হিন্দু বাড়িতেই এই দিনটি অত্যন্ত আড়ম্বরের সঙ্গে পালিত হয়। শাশুড়ি মায়েরা জামাই-মেয়ের জন্য নানা পদ রান্না করেন, যত্ন করে খাওয়ান। অনেকে শাস্ত্রমতে এই দিন ষষ্ঠীর ব্রতও পালন করে থাকেন। সবটাই করা হয় মেয়ে-জামাইয়ের ভাল চেয়ে, তাঁদের মঙ্গলকামনায়। শাস্ত্রে জামাইষষ্ঠীর নিয়ম ও টোটকার বাইরে শুভ রঙের ব্যাপারেও নানা কথা বলা রয়েছে। এই দিন রাশি অনুযায়ী জাতক-জাতিকারা যদি নির্দিষ্ট রঙের জামা পরেন তা হলে নানা ভাল ফল পাওয়া যায়। সংসারের মঙ্গল হয়, জীবন ভরে ওঠে সুখ-শান্তিতে। সম্পর্কের বন্ধনও রঙের শুভ প্রভাবের ফলে দৃঢ় হয়।
আরও পড়ুন:
কোন রাশির ব্যক্তিরা কী রঙের জামা পরবেন?
মেষ: লাল রং মেষ রাশির জন্য শুভ। জামাইষষ্ঠীর দিন আপনারা নির্দ্বিধায় লাল রঙের জামাকাপড় পরতে পারেন। এ ছাড়া হলুদ ও কমলা রংও ব্যবহার করা যেতে পারে।
বৃষ: জামাইষষ্ঠীর দিন আপনারা হালকা নীল ও সাদা রঙের পোশাক পরতে পারেন। এই রং দু’টি বৃষ রাশির ব্যক্তিদের জন্য খুবই শুভ বলে মনে করা হচ্ছে।
মিথুন: দাম্পত্য জীবন সুখের করে তোলার জন্য মিথুন রাশির মেয়ে, জামাই ও শাশুড়িরা সবুজ, সাদা ও গোলাপি রঙের জামাকাপড় পরতে পারেন। এই রঙের জামা পরলে আপনারা খুবই ভাল ফল পেতে পারেন।
আরও পড়ুন:
কর্কট: কর্কট রাশির জাতক-জাতিকারা রুপোলি, সোনালি এবং লাল রঙের পোশাক বেছে নিতে পারেন।
সিংহ: জামাইষষ্ঠীর অনুষ্ঠানে সিংহ রাশির লোকজন সাদা, কমলা ও হলুদ রঙের পোশাক পরতে পারেন। এই রং তিনটি আপনাদের জন্য খুব শুভ বলে মনে করা হচ্ছে।
কন্যা: সাদা, হলুদ, নীল ও সবুজ রঙের পোশাক কন্যা রাশির জন্য উপযুক্ত বলে মনে করা হচ্ছে। জীবনে শুভ সময় আনতে আপনারা এগুলির মধ্যে যে কোনও রঙের জামা পরতে পারেন।
আরও পড়ুন:
তুলা: তুলা রাশির জন্য সাদা, নীল, আকাশি ও কমলা রং শুভ বলে মনে করা হচ্ছে। এই রংগুলির মধ্যে কোনও একটি পরলে আপনাদের সংসার জীবন খুব সুন্দর হবে।
বৃশ্চিক: দাম্পত্য জীবন সুখের করে তোলার জন্য বৃশ্চিক রাশির ব্যক্তিরা হলুদ, লাল ও কমলা রঙের পোশাক পরতে পারেন। এই রং তিনটি আপনাদের জন্য খুব শুভ বলে মনে করা হচ্ছে।
ধনু: হালকা হলুদ, নীল ও বেগুনি রং ধনু রাশির জন্য অত্যন্ত শুভ। জীবন সুন্দর করে তোলার জন্য ও সম্পর্কের দৃঢ়তা বাড়ানোর জন্য আপনারা এই রং পরতে পারেন।
আরও পড়ুন:
মকর: জামাইষষ্ঠীর অনুষ্ঠানে মকর রাশির লোকজন বেগুনি, নীল ও হলুদ রঙের পোশাক পরতে পারেন।
কুম্ভ: জীবন মঙ্গলময় করে তোলার জন্য আপনারা নীল, লাল ও বেগুনি রঙের পোশাক বেছে নিতে পারেন। জামাইষষ্ঠীর দিন তো ভাল কাটবেই, বছরের বাকি দিনগুলোও শুভ হয়ে উঠবে।
মীন: কমলা, হলুদ, গোলাপি ও সাদা রং মীন রাশির ব্যক্তিদের জন্য উপযুক্ত। জীবন সুখের করে তোলার জন্য জামাইষষ্ঠীর অনুষ্ঠানে আপনারা এই সকল রঙের পোশাক বেছে নিতে পারেন।