শনি কর্মফলদাতা গ্রহ। আমরা যেমন কাজ করব, শনি আমাদের তেমনই ফল দেবে। শাস্ত্রমতে, শনি অশুভ গ্রহ। কারণ কারও উপর শনির কুপ্রভাব পড়লে, সেই মানুষের জীবন ছারখার হতে বেশি সময় লাগে না। এরই সঙ্গে সেই মানুষ যদি নিয়মমাফিক জীবন না কাটান, তখন খারাপ ফল ভোগের পরিমাণ আরও বৃদ্ধি পায়। তবে শনি যে কেবল খারাপ ফলই দান করে এই ধারণা সম্পূর্ণ ভুল। শনি যে মানুষের কোষ্ঠীতে শুভ স্থানে থাকে, তাঁর জীবনে কোনও কিছুরই অভাব থাকে না। তিনি সর্ব সুখের অধিকারী হন। কোন লক্ষণগুলি দেখলে বুঝবেন যে শনি আপনার সহায় হয়েছেন?
আরও পড়ুন:
শনির সুফল পাওয়ার লক্ষণ:
১. এই সকল ব্যক্তিরা গবেষণা সংক্রান্ত কাজ খুব ভাল পারেন। যে কোনও বিষয় নিয়ে গভীরে গিয়ে ভাবতে পছন্দ করেন। তল পেয়ে তার পরই ক্ষান্ত হন। এঁরা গবেষক হিসাবে খুব ভাল নাম করেন।
২. শনি যাঁদের সহায় থাকে, তাঁরা জালিয়াতি, অবিচার প্রভৃতি সকল প্রকার নেগেটিভ কাজ থেকে শতহস্ত দূরে থাকেন। এঁরা অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে কখনও পিছপা হন না। সর্বদা সত্যের পথে চলেন। সৎ পথে জীবন কাটাতে পছন্দ করেন।
আরও পড়ুন:
৩. এই সকল ব্যক্তিরা অপরের জন্য নিজেকে বদলাতে পছন্দ করেন না। নিজস্ব সত্তায় জীবন কাটাতে ভালবাসেন। এঁরা আত্মবিশ্বাসে ভরপুর হন। এঁদের সহজে দমিয়ে রাখা যায় না।
৪. এঁরা পশুপ্রেমী হন। যে কোনও পশু-পাখিকে আগলে রাখেন। এঁরা সকলের প্রতি মানবিক হন। কারও সঙ্গে কারণ ছাড়া খারাপ ব্যবহার করেন না।
৫. শনি যাঁদের সহায় থাকে, তাঁদের সময়ের জ্ঞান খুব ভাল হয়। এঁরা নিয়মের বাইরে কোনও কাজ করতে পছন্দ করেন না। সর্বদা নিয়মমাফিক জীবন কাটাতে ভালবাসেন। এঁরা আশপাশের মানুষদের অনুপ্রেরণার কারণ হয়ে ওঠেন।
আরও পড়ুন:
শুভ শনিকে শক্তিশালী করার উপায়:
- কাক ও কালো কুকুরকে নিয়মিত খাবার দিন।
- বাড়ি থেকে সকল প্রকার আবর্জনা, ভাঙা জিনিস, খারাপ বৈদ্যুতিন যন্ত্র দূর করুন।
- অপ্রয়োজনীয় বা বাতিল করে দেওয়া চামড়ার জিনিস, যেমন জুতো, ব্যাগ প্রভৃতি জমিয়ে রাখা যাবে না।
- শনিবার করে নিরামিষ আহার গ্রহণ করুন।
- শনিবার সন্ধ্যায় শনিমন্দিরে ও অশ্বত্থগাছের তলায় সর্ষের তেলের প্রদীপ জ্বালুন ও লোহার কোনও জিনিস দান করুন।