শরীরের কোন কোন অংশে তিল থাকা শুভ তা নিয়ে আমরা আগেই আলোচনা করেছি। শরীরে থাকা তিলের গুরুত্ব যে কতটা সেটা সম্বন্ধে একটা ধারণা দেওয়া হয়েছে শাস্ত্রে। তবে তিল যে কেবল শুভ বার্তা বোঝায় সেটা নয়। শরীরের কোথায় তিলটি রয়েছে তার উপর নির্ভর করে যে সেটি শুভ না অশুভ। শরীরের বিভিন্ন অংশে তিল থাকা যেমন শুভ, তেমনই কিছু অংশে তিল থাকা অশুভও বটে। তবে লাল তিল শরীরের যে কোনও অংশেই শুভ ইঙ্গিত বোঝায়। কিন্তু কালো তিল শুভ বা অশুভ, দুই-ই বোঝায়। শরীরের কোন কোন অংশে কালো তিল থাকা ভাল নয় জেনে নিন।
আরও পড়ুন:
শরীরের কোন কোন অংশে তিল থাকা অশুভ?
কপালের বাঁ দিকে: ছেলে এবং মেয়ে, উভয়েরই কপালের বাঁ দিকে তিল থাকা অশুভ। এই সকল জাতক-জাতিকা অত্যন্ত আত্মকেন্দ্রিক হন বলে মনে করা হয়। এঁরা কেবল নিজেদের কথাই ভাবেন, তার বাইরে আর কিছু বোঝেন না। নিজের স্বার্থ পূরণের জন্য এঁরা যা কিছু করতে পারেন।
বাঁ দিকের ভ্রু: বাঁ দিকের ভ্রুর কাছে তিল থাকা উভয় লিঙ্গের মানুষদের জন্যই ভাল নয়। এই সকল জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে নানা জটিলতার সম্মুখীন হতে হয়। চাকরি হোক বা ব্যবসা, যে কোনও ক্ষেত্রেই সাফল্য পেতে প্রচুর পরিশ্রম করতে হয়। তার পরও সফলতা পেতে দেরি হয়।
আরও পড়ুন:
ঠোঁট: পুরুষদের ঠোঁটে তিল থাকা শুভ নয় বলে জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র। এতে শারীরিক দিক দিয়ে অন্যদের তুলনায় বেশি ভুগতে হয়।
নাক: মেয়েদের নাকের উপর তিল থাকা শুভ হলেও, পুরুষের ক্ষেত্রে নাকে তিল থাকা শুভ নয়। এঁদের অহংবোধ অন্যদের তুলনায় অনেক বেশি হয়। কারও সঙ্গে মানিয়ে চলতে পারেন না। এই সকল পুরুষ নিজেদের শ্রেষ্ঠ মনে করেন। অহংবোধে আঘাত লাগলে এঁরা ভয়ঙ্কর রূপ ধারণ করেন।
পিঠে: কাঁধের নীচের অংশে বা পিঠে তিল থাকা মেয়ে এবং ছেলে, উভয়ের জন্যই শুভ নয়। এই সকল জাতক-জাতিকা অলস প্রকৃতির হন। সহজে সাফল্য পান না। সফলতার পথে এঁদের নানা বাধার সম্মুখীন হতে হয়। সামান্য কাজের ক্ষেত্রেও এঁদের প্রচুর পরিশ্রম করতে হয়।