কথায় আছে, এক জন মানুষের হাতেই তাঁর জন্ম-মৃত্যু-বিয়ে সংক্রান্ত সমস্ত কিছু লেখা থাকে। আর জ্যোতিষশাস্ত্র জানায় এই কথায় বিশেষ ভুল কিছু নেই। আমাদের হাতের পাতায় থাকা রেখাগুলিতেই লুকিয়ে থাকে আমাদের ভবিষ্যৎ। তালুতে থাকা বিভিন্ন রেখা পৃথক পৃথক জিনিস নির্দেশ করে। হস্তরেখাবিদ্যা জ্যোতিষশাস্ত্রের এক গুরুত্বপূর্ণ অংশ। সেটিই আমাদের সাহায্য করে তালুতে থাকা নানা রেখাগুলি কী বলছে তা নির্ণয় করতে।
আরও পড়ুন:
এক জন ব্যক্তির বিয়ে কবে হবে, বিবাহিত জীবন কেমন কাটবে সে সকল ব্যাপারে ধারণা দিতে পারে হস্তরেখাবিদ্যা। প্রায় সকল ব্যক্তির তালুতেই বিয়ের রেখা থাকে। সেটি সঠিক নিয়মে পড়তে পারলেই একটা ধারণা পাওয়া সম্ভব। কারও বিয়ের রেখা ছোট হয়, কারও বড়, কারও মাঝপথে ভাঙা, কারও আবার স্পষ্ট। বিভিন্ন রেখার বিভিন্ন অর্থ হয়।
সুদীর্ঘ বিয়ের রেখা: যে সকল ব্যক্তির তালুতে সুদীর্ঘ বিয়ের রেখা থাকে তাঁদের বিবাহিত জীবন অত্যন্ত সুখকর হয়। দাম্পত্য জীবনে ঝামেলা আসলেও তা কখনও বড় আকার ধারণ করে বিচ্ছেদ পর্যন্ত গড়াবে না। স্বামী-স্ত্রীর মধ্যে খুব ভাল বোঝাপড়া থাকবে। শেষ বয়স পর্যন্ত প্রেম টিকে থাকবে। সম্পর্কের মাধুর্য কমবে না।
আবছা বিয়ের রেখা: যাঁদের তালুতে আবছা বিয়ের রেখা থাকে তাঁরা বিবাহিত জীবনে কখনও সুখী হন না। এই ধরনের ব্যক্তিদের বিয়ে ও প্রেম সংক্রান্ত ব্যাপারে বিশেষ সতর্ক থাকতে হবে। ভুল সঙ্গী বাছাই করলে জীবন বিতৃষ্ণাময় হয়ে উঠতে পারে। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না।
আরও পড়ুন:
ছোট বিয়ের রেখা: তালুতে থাকা বিয়ের রেখাটি ছোট হলেও বিবাহিত জীবনে টানাপড়েনের সম্মুখীন হতে হবে বলে মনে করা হচ্ছে। এ ক্ষেত্রেও জীবনসঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে সতর্ক থাকা বাঞ্ছনীয়।
একটি বিয়ের রেখা: আপনার তালুতে যদি একটিই বিয়ের রেখা থাকে তা হলে বুঝতে হবে যে আপনি ভাগ্যবান। আপনার যাঁর সঙ্গে প্রেম হবে, তাঁর সঙ্গেই বিয়ে হতে পারে মনে করা হচ্ছে। বিবাহিত জীবন অত্যন্ত সুখের হবে।
দু’টি বিয়ের রেখা: হাতের পাতায় দু’টি বিয়ের রেখা থাকলে বুঝবেন আপনার দু’বার বিয়ের যোগ রয়েছে। তা বলে যে আপনার প্রথম বিয়ে সুখের হবে না তা নয়। কিন্তু কোনও কারণে প্রথম বিয়ে বিচ্ছেদ পর্যন্ত গড়ালেও গড়াতে পারে। সে ক্ষেত্রে দ্বিতীয় বিয়ের পর সুখে সংসার করতে পারবেন।
আরও পড়ুন:
ভাঙা বিয়ের রেখা: আপনার তালুতে থাকা বিয়ের রেখা যদি মাঝখানে ভেঙে যায়, অর্থাৎ রেখাটি মাঝে যদি কিছুটা না থাকে তা হলে দাম্পত্য জীবন ঝঞ্ঝাটপূর্ণ হতে পারে। স্বামীর সঙ্গে ঘন ঘন মতবিরোধ হওয়ার আশঙ্কা দেখা যায়। তবে সম্পর্ক যে বিচ্ছেদ পর্যন্ত গড়াবে তা নয়। কিন্তু স্বামী-স্ত্রী উভয়কেই সম্পর্ক টিকিয়ে রাখার জন্য পরিশ্রম করতে হবে।
বাঁকা বিয়ের রেখা: হাতের পাতায় বাঁকা বিয়ের রেখা থাকলে যে দাম্পত্য জীবন টালমাটাল হবে এই ধারণা সম্পূর্ণ ভুল। বাঁকা রেখা থাকা জাতক-জাতিকাদের বিবাহিত জীবন অত্যন্ত সুখের হয়। স্বামী-স্ত্রীর মধ্যে বোঝাপড়া খুব ভাল হয়।