প্রকৃতির নিয়মে গ্রহেরা নিজ কক্ষপথে অবিরাম ছুটে চলে। গ্রহদের অবস্থান নির্ণয়ের জন্য মুনি-ঋষিগণ ১২টি রাশিরও নাম করেন। দেবগুরু বৃহস্পতি নিজ কক্ষপথে এক পাক ঘুরতে সময় নেয় কমবেশি বারো বছর। জ্যোতিষশাস্ত্র মতে এই বারো বছর সময়কালকে ১২টি সমান ভাগে ভাগ করা হয়। এক একটি ভাগ এক একটি রাশি। অর্থাৎ, এই বারো বছরে গ্রহেরা ১২টি রাশি অতিক্রম করে। এক এক রাশিতে কমবেশি এক বছর অবস্থান করে। তবে সূর্য থেকে গ্রহের অবস্থান অনুযায়ী কখনও কখনও গ্রহদের বক্রগতি প্রাপ্ত মনে হয়। বক্রগতি প্রাপ্ত হলে হিসেব কমবেশি হয়।
আগামী ১৮ অক্টোবর শনিবার ভারতীয় সময় রাত ৭টা ৪৭ মিনিটে রাশি পরিবর্তন করে পরবর্তী কর্কট রাশিতে গমন করবে বৃহস্পতি। আগামী ১১ নভেম্বর ২০২৫ বৃহস্পতি গতি পরিবর্তন করে বক্রগতি প্রাপ্ত হবে। বক্রগতির কারণে ৫ ডিসেম্বর ২০২৫ বিকেল ৫টা ২৭ মিনিটে বৃহস্পতি আবার মিথুন রাশিতে পুনরাগমন করবে ও ১ জুন ২০২৬ পর্যন্ত মিথুন রাশিতে অবস্থান করবে। ২ জুন রাত ১টা ৫০ মিনিটে বৃহস্পতি কর্কট রাশিতে আগমন করে ৩০ অক্টোবর ২০২৬ পর্যন্ত কর্কট রাশিতে অবস্থান করবে। ৩১ অক্টোবর ২০২৬, দুপুর ১২টা ২ মিনিটে বৃহস্পতি রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে গমন করবে।
গোচরকালে গ্রহের অবস্থান অনুযায়ী বিভিন্ন রাশি বা লগ্নের জাতক-জাতিকাদের বিভিন্ন ফল দান করে। বৃহস্পতি শুভ গ্রহ। বৃহস্পতি যেখানেই অবস্থান করে বা যার উপর দৃষ্টিসম্পর্ক ফেলে, সেই স্থানের কিছু না কিছু শুভ প্রাপ্তি হয় এবং অশুভ ফলের পরিমাণ হ্রাস পায়।
বৃহস্পতির রাশি পরিবর্তনে কোন রাশি কোন বিষয়ে ফল পাবেন?
মেষ রাশি: বৃহস্পতি রাশি পরিবর্তন মেষ রাশিকে মাতৃসুখ, গৃহসুখ এবং গুপ্তবিদ্যার উপর শুভ প্রভাব দান করবে। তবে ব্যয় বৃদ্ধির আশঙ্কাও দেখা যাচ্ছে।
বৃষ রাশি: বৃষের স্ত্রী এবং দাম্পত্যসুখের ক্ষেত্রে বৃহস্পতির রাশি পরিবর্তন সুপ্রভাব দান করবে। এই রাশির জাতক-জাতিকাদের আয় বৃদ্ধি পাবে।
মিথুন রাশি: প্রতিবেশীর সঙ্গে মিথুন রাশির ব্যক্তিদের সুসম্পর্ক গঠিত হবে। বৃহস্পতির রাশি পরিবর্তন মিথুনের কর্মক্ষেত্রের উপরও শুভ প্রভাব দান করবে।
আরও পড়ুন:
কর্কট রাশি: কর্কটের শরীর-স্বাস্থ্য, সন্তান এবং ভাগ্যের উপর শুভ প্রভাব দান করবে।
সিংহ রাশি: বৃহস্পতির রাশি পরিবর্তন সিংহ রাশির জাতক-জাতিকাদের মাতৃসুখ এবং গৃহসুখের উপর সুপ্রভাব দান করলেও ব্যয় বৃদ্ধি ঘটবে।
কন্যা রাশি: স্ত্রী, দাম্পত্যসুখ এবং ভাই-বোনের উপর সুপ্রভাব দান করবে এবং কন্যা রাশির ব্যক্তিদের আয় বৃদ্ধি করবে।
তুলা রাশি: তুলা রাশির জাতক-জাতিকাদের প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক তৈরি হবে। আয় এবং কর্মক্ষেত্রের উপর শুভ প্রভাব দান করবে।
আরও পড়ুন:
বৃশ্চিক রাশি: বৃশ্চিকের শরীর-স্বাস্থ্য, সন্তান এবং উচ্চশিক্ষার উপর বৃহস্পতির রাশি পরিবর্তন শুভ প্রভাব দান করবে।
ধনু রাশি: ধনুর জাতক-জাতিকাদের মাতৃসুখ, গৃহসুখ এবং গুপ্তবিদ্যার উপর সুপ্রভাব দান করলেও ব্যয় বৃদ্ধি হবে।
মকর রাশি: বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে সহোদর ভাই-বোনের সঙ্গে সম্পর্কে উন্নতি ঘটবে। স্ত্রীর স্বাস্থ্য, দাম্পত্যসুখ এবং আয়ের ক্ষেত্রে সুফল দান করবে।
আরও পড়ুন:
কুম্ভ রাশি: প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক, আয় এবং কর্মক্ষেত্রের উপর শুভ প্রভাব দান করবে।
মীন রাশি: মীনের শরীর-স্বাস্থ্য, সন্তান, উচ্চশিক্ষা এবং ভাগ্যের উপর শুভ প্রভাব দান করবে।
জন্মকালীন গ্রহের অবস্থান এবং দশা-অন্তদশার কারণে ফলের পরিবর্তন হতে পারে।