শ্রাবণ মাস প্রায় শেষের মুখে। মহাদেবের জন্মমাস ছাড়াও এই মাসে আরও নানা পুজো হয়ে থাকে। এই মাসের সোমবার করে অনেকেই বাবা ভোলানাথের উপবাস রাখেন। শ্রাবণ মাসে আরও একটা নিয়ম বহু মহিলাই পালন করে থাকেন, সেটি হল হাতে সবুজ চুড়ি পরা। বিবাহিত এবং অবিবাহিত, উভয় মেয়েরাই এই চুড়ি পরেন। সমগ্র শ্রাবণ মাস জুড়ে এই চুড়ি হাতে পরে থাকলে বাবা মহাদেব এবং মাতা পার্বতীর আশীর্বাদ লাভ করা যায়। এখন প্রশ্ন হচ্ছে, শ্রাবণ মাস শেষ হয়ে গেলে চুড়িগুলো কী করা হবে?
আরও পড়ুন:
বহু মহিলাই একসঙ্গে অনেক চুড়ি পরতে খুবই পছন্দ করেন, অনেকে আবার একটা-দুটো চুড়ি পরতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। সে ক্ষেত্রে এই চুড়িগুলো কি শ্রাবণ গেলে ফেলে দেবেন? জেনে নিন জ্যোতিষী কী বলছেন।
আরও পড়ুন:
শ্রাবণ মাস শেষ হয়ে যাওয়ার পর সবুজ চুড়িগুলো নিয়ে কী করতে হয় জেনে নিন:
১) শ্রাবণ মাস শেষ হয়ে যাওয়ার পর সবুজ চুড়ি খুলে ফেলা যেতে পারে। তবে সবুজ চুড়ি খুলে কোনও শুদ্ধ জায়গায় রেখে দিতে হবে।
২) কোনও শুভ অনুষ্ঠান বা ধর্মীয় অনুষ্ঠানে পুনরায় এই চুড়িগুলো পরা যেতে পারে।
আরও পড়ুন:
-
কম বয়সে কষ্ট করে বেশি বয়সে ‘কেষ্ট’ পান চার রাশি! যাঁদের জীবন ‘বুড়ো বয়সে’ কাটে সফলতার সিংহাসনে বসে
-
স্বামী প্রায়ই রণমূর্তি ধারণ করেন? চিৎকার করে বাড়ি মাথায় তোলেন? পতির চণ্ডালরাগ বশে রাখুন সহজ উপায়ে
-
অগস্টের দ্বিতীয় সপ্তাহে লটারির ক্ষেত্রে কাদের ভাগ্য সঙ্গ দেবে? বাড়তি আয় করতে গিয়ে ব্যয়ের ধাক্কা খাবেন কারা?
৩) সবুজ চুড়িগুলো খোলার পর একটা মাটির কলসের মধ্যে রেখে ঠাকুরের স্থানে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন। পরের বছর শ্রাবণে পুনরায় এই চুড়িগুলো আবার পরতে পারেন। নতুন চুড়ি পরলেও ক্ষতি নেই, তবে এগুলিও আবার পরা যেতে পারে।
৪) এ ছাড়া এই চুড়ি গঙ্গায় বিসর্জন করে দেওয়ারও রেওয়াজ রয়েছে। সেটিও করতে পারেন। তবে আবর্জনার স্তূপে ভুলেও এই চুড়ি ফেলা চলবে না।
৫) সবুজ এই চুড়িগুলো কোনও ধর্মীয় স্থানেও দান করা যেতে পারে।