২৭ অগস্ট ২০২৫, বুধবার গণেশপুজো। বাড়িতে গণেশপুজো করা খুবই শুভ বলে মানা হয়। তাই অনেকেই বাড়িতে গণেশের আরাধনা করে থাকেন। জ্যোতিষমতে, গণেশপুজো করার সঙ্গে সঙ্গে যদি বিশেষ কিছু টোটকা পালন করা হয়, তা হলে সংসার সুখ-সমৃদ্ধিতে ভরে ওঠে।
টোটকা:
১) গণেশ চতুর্থীর দিন বাড়িতে গণেশপুজো করার সঙ্গে সঙ্গে গণেশ যন্ত্রম স্থাপন করুন। এটি খুবই ফলদায়ী হয়।
আরও পড়ুন:
২) যে কোনও কাজে সাফল্য পেতে গণেশপুজো দিন। একটা তামার পাত্রে, তামার পাত্র সম্ভব না হলে যে কোনও পাত্রে দুটো বোঁদের লাড্ডু, একটা লবঙ্গ এবং একটা সুপারি রেখে গণেশের কাছে অর্পণ করুন।
৩) গণেশপুজোর সময় একটা পাত্রে ২১টি দূর্বা নিয়ে সেটিতে সামান্য হলুদ ও সামান্য সিঁদুর মাখিয়ে গণেশকে নিবেদন করুন।
৪) পুজোর সময় ঠাকুরের আসনে যেখানে গণেশ ঠাকুর প্রতিষ্ঠা করা হয়েছে, সেখানে গণেশের ডান দিকে এবং বাঁ দিকে একটা করে সুপারি, ঋদ্ধি এবং সিদ্ধির জপ করে রেখে দিতে হবে।
আরও পড়ুন:
৫) গণেশপুজোর সময় ‘ওম গণ গণপতয়ে নমঃ’ মন্ত্রটি অবশ্যই জপ করতে হবে।
৬) শমীগাছ গণেশের অত্যন্ত প্রিয়। তাই গণেশপুজোর সময় শমীগাছের পাতা গণেশকে নিবেদন করা খুব শুভ।
৭) অখণ্ড আতপ চাল জলে কিছু ক্ষণ ভিজিয়ে রেখে তার পর গণেশের চরণে অর্পণ করলে তিনি সন্তুষ্ট হন।
আরও পড়ুন:
৮) গুড় এবং খাঁটি ঘি গণেশপুজোয় নৈবেদ্য দিয়ে, তার পর সেই নৈবেদ্য গরুকে খাওয়ালে আর্থিক কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়।
৯) যাঁরা এই দিন উপবাস রেখে পুজো করবেন তাঁরা অবশ্যই সকালে স্নান করে নেবেন এবং বাড়িতে নিরামিষ খাবার রান্না করবেন।
১০) মোদক গণেশের নৈবেদ্যতে অবশ্যই রাখতে হবে। এ ছাড়া যে কোনও হলুদ মিষ্টি গণেশের খুব প্রিয়।