দেবাদিদেব মহাদেব এবং দেবী গৌরীর পুত্র হলেন শ্রীগণেশ। শাস্ত্রমতে, সৌভাগ্য, সমৃদ্ধি এবং বুদ্ধির দেবতা হলেন শ্রীগণেশ। প্রভু গণেশের আশীর্বাদে সকল কাজে সফলতা এবং সিদ্ধি প্রাপ্ত হয়। স্কন্দপুরাণ মতে, ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি হল সিদ্ধিদাতা গণেশের জন্মতিথি। এই দিন গজানন আশীর্বাদদানের উদ্দেশ্যে মর্ত্যে আগমন করেন বলে বিশ্বাস করা হয়। ভক্তিভরে উপাসনা করলে সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে কর্মে সফলতা প্রাপ্তি হয়। আগামী ২৭ অগস্ট, বুধবার শ্রীশ্রী গণেশ চতুর্থী।
আরও পড়ুন:
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে—
চতুর্থী তিথি আরম্ভ—
বাংলা– ৯ ভাদ্র, মঙ্গলবার।
ইংরেজি– ২৬ অগস্ট, মঙ্গলবার।
সময়– দুপুর ১টা ৫৬ মিনিট।
চতুর্থী তিথি শেষ—
বাংলা– ১০ ভাদ্র, বুধবার।
ইংরেজি– ২৭ অগস্ট, বুধবার।
সময়– দুপুর ৩টে ৪৫ মিনিট।
শ্রীশ্রী গণেশ চতুর্থী, গণেশ পুজো।
আরও পড়ুন:
-
কৌশিকী অমাবস্যায় অশুভ শক্তির বিনাশ ঘটে শুভ শক্তির উদয় হয়! কবে এই বিশেষ দিন? পুজোর শুভ সময় কখন?
-
শ্রাবণে সবুজ চুড়ি পরলে মহাদেব প্রসন্ন হন, কিন্তু মাস শেষের পর চুড়িগুলো কী করবেন? ফেলে দেবেন না পরে থাকবেন?
-
এই বছর বিশ্বকর্মা পুজো কবে পড়েছে? অমাবস্যা ও পূর্ণিমা পালনের দিনগুলি কবে? ভাদ্রে বিয়ের কোনও দিন রয়েছে?
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে—
চতুর্থী তিথি আরম্ভ—
বাংলা– ৯ ভাদ্র, মঙ্গলবার।
ইংরেজি– ২৬ অগস্ট, মঙ্গলবার।
সময়– দুপুর ১২টা ৫২ মিনিট ৮ সেকেন্ড।
চতুর্থী তিথি শেষ—
বাংলা– ১০ ভাদ্র, বুধবার।
ইংরেজি– ২৭ অগস্ট, বুধবার।
সময়– দুপুর ২টো ১৮ মিনিট ৩১ সেকেন্ড।
শ্রীশ্রী গণেশ চতুর্থী, গণেশ পুজো।