হিরে পরতে কার না মন চায়! প্রায় সকল মেয়েই চান যে তাঁদের গয়নার সম্ভারে একটা হিরের কিছু থাকুক। নাকছাবি হোক বা আংটি, অথবা হিরেখচিত নেকলেস, হিরের গয়নার মানই হয় আলাদা। কিন্তু অনেকেই জানেন না এই চকচকে স্বচ্ছ রত্ন সকলের ভাগ্যে সহ্য হয় না। অনেকেরই ভাগ্যের উজ্জ্বলতা হিরে পরার পর কমে যায়। বিশেষত পাঁচ রাশির ভাগ্যে হিরে মোটেই সয় না।
শাস্ত্রমতে, হিরের সঙ্গে শুক্র গ্রহের সম্পর্ক রয়েছে। শুক্র হল সমৃদ্ধি ও সম্পদের কারক গ্রহ। যে সকল রাশির ব্যক্তিদের ভাগ্যে শুক্র গ্রহ সহায় হয়, তাঁদের জীবনে সমৃদ্ধির কোনও অভাব হয় না। সমৃদ্ধি ও সৌন্দর্য বৃদ্ধিতে সহায়ক হিরে। কিন্তু হিরে যদি আপনার সহ্য না হয়, তা হলে ভাগ্যে দুর্দশা নেমে আসা অবশ্যম্ভাবী হয়ে পড়ে।
আরও পড়ুন:
কোন পাঁচ রাশির হিরে থেকে দূরে থাকা উচিত?
মেষ: রাশিচক্রের প্রথম রাশি মেষের ভাগ্যে হিরে সহ্য হয় না। মন চাইলেও এই রাশির ব্যক্তিদের হিরে পরা উচিত নয়। হিরে পরলে মেষের জীবনে অর্থসমস্যা নেমে আসে। পারিবারিক ক্ষেত্রেও নানা সমস্যার সম্মুখীন হতে হয়। জীবন থেকে শান্তি উধাও হয়ে যায়।
কর্কট: শাস্ত্র বলছে কর্কট রাশির জন্যও হিরে শুভ নয়। এতে সম্পদহানি হতে পারে বলে মনে করা হয়। ভাগ্য রক্ষা করতে চাইলে তাই এই রাশির জাতক-জাতিকাদের হিরে থেকে দূরে থাকাই ভাল হবে। যদিও শুক্রের মহাদশা চললে এই রাশির ব্যক্তিদের হিরে ধারণ করতে বলা হয়। সেই ক্ষেত্রে অবশ্যই জন্মছক বিচার করে হিরে ধারণ করা উচিত।
সিংহ: হিরে পরলে সিংহ রাশির জাতক-জাতিকাদের বিরাট আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হবে বলে মনে করা হয়। এই রাশির ব্যক্তিদের তাই হিরে পরা উচিত নয়। চাকরি বা ব্যবসাতেও মনের মতো ফল পাবেন না। ব্যবসার আর্থিক ক্ষতির পরিমাণ বেড়েই চলবে। কর্মক্ষেত্রে যোগ্য সম্মান পাবেন না।
বৃশ্চিক: বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হল মঙ্গল। শাস্ত্রমতে, রবি আর শুক্র হল পরস্পরের শত্রু গ্রহ। সেই কারণে এই রাশির ব্যক্তিদের হিরে ধারণ জীবনে খারাপ সময় নিয়ে আসে। মনে করা হয়, বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা যদি হিরের আংটি পরেন, তা হলে সবথেকে বেশি ক্ষতি হয়। এঁরা যে হাতে হিরের আংটি পরবেন, সে হাত দিয়ে যা কাজ করবেন, তাতেই ব্যর্থ হবেন। বৃশ্চিক রাশির ব্যক্তিদের হিরে একদম সহ্য হয় না।
মীন: মীন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি। অন্য দিকে, এঁদের জন্মছকের তৃতীয় ও অষ্টম ঘরের অধিপতি হল শুক্র। পুরাণমতে, বৃহস্পতি দেবতাদের গুরু। আর শুক্র অসুরদের। সেই কারণে মীন রাশির ব্যক্তিদের হিরা পরা উচিত নয়। স্বচ্ছ এই রত্ন মীনদের জীবনে অশুভ সময় বহন করে নিয়ে আসে। একান্তই হিরে পরার ইচ্ছা হলে জ্যোতিষীর পরামর্শ নিয়ে তার পর পরা উচিত।