Advertisement
E-Paper

রাহুর মহাদশা মানেই জীবনের ছন্দ হারিয়ে ফেলা নয়, ‘অশুভ’ গ্রহ নানা ক্ষেত্রে শুভ ফল দেয় চার রাশিকে

রাহুর সুফল দানের ক্ষমতার ব্যাপারটা বহু মানুষের কাছেই অজানা। আমরা রাহুর নাম শুনলেই এত ভয় পেয়ে যাই যে, সে তার দশায় কাউকে কৃপাদানও করতে পারে সে সম্বন্ধে ভেবেই দেখি না।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৫ ১৭:২৩
rahu

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

জ্যোতিষশাস্ত্র মতে, রাহু অশুভ গ্রহ। এর কোনও শারীরিক উপস্থিতি নেই। রাহু একটি গাণিতিক বিন্দু বা নোড মাত্র। তবে এর গ্রহরূপ ফলদানের ক্ষমতার জন্য জ্যোতিষশাস্ত্রে একে গ্রহ হিসাবে গণ্য করা হয়। এটি শাস্ত্রের এক অতি গুরুত্বপূর্ণ গ্রহ। কারণ এর প্রভাবে মানুষের জীবনে নানা দিক থেকে পরিবর্তন দেখা যায়। সে সকল পরিবর্তন সাধারণত অশুভই হয়। রাহুর ছায়া যদি কোনও অশুভ গ্রহের উপর পড়ে, তা হলে সেই গ্রহ তার ফলদানের ক্ষমতা হারায় বা পূর্ণ সুফল দান করতে পারে না। যদিও রাহুর সুফল দানের ক্ষমতার ব্যাপারটা বহু মানুষের কাছেই অজানা। আমরা রাহুর নাম শুনলেই এত ভয় পেয়ে যাই যে, সে তার দশায় কাউকে কৃপা দানও করতে পারে সে সম্বন্ধে ভেবেই দেখি না। তবে সবটাই নির্ভর করে কোষ্ঠীতে রাহু কোন ঘরে অবস্থান করছে এবং আপনি কেমন জীবনযাপন করেন তার উপর। কিন্তু এগুলি বাদেও চার রাশি রয়েছে যারা রাহুর মহাদশার ভাল ফল পায় বলে জানাচ্ছে শাস্ত্র। তালিকায় কারা দেখে নিন।

কোন চার রাশি রাহুর মহাদশায় ভাল ফল পান?

সিংহ: সিংহ রাশির ব্যক্তিদের রাতারাতি সফলতার হাতছানি দিতে সাহায্য করে রাহু। এই রাশির ব্যক্তিরা রাহুর কৃপায় প্রচুর নাম করেন। বিশেষ করে প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা রাহুর মহাদশায় সর্বোচ্চ ভাল ফল পান। এ ছাড়া অভিনয়, সংবাদমাধ্যম, ব্যবসার সঙ্গে যুক্ত সিংহ রাশির জাতক-জাতিকাদেরও রাহু সফলতা পেতে সাহায্য করে। তবে এই রাশির ব্যক্তিরা যদি অপরকে দম্ভ দেখান তা হলে রাহুর আশীর্বাদ প্রাপ্ত হন না। অহঙ্কার ও অযথা অর্থখরচ ছাড়তে পারলে রাহুর সুপ্রভাবে এঁরা অনেক নাম করতে পারবেন।

বৃশ্চিক: রাহুর মহাদশায় বৃশ্চিক রাশির ব্যক্তিরা জীবনের প্রতি বাঁকে নানা পরিবর্তনের সম্মুখীন হন। তবে সে সকল পরিবর্তন বেশির ভাগ ক্ষেত্রে ভালর জন্যই হয়। এঁরা হঠাৎ করে কর্মক্ষেত্রে কোনও পদোন্নতির সুযোগ পান বা বসের প্রিয় হয়ে ওঠেন। অনেক ক্ষেত্রে বিদেশে গিয়ে জীবন শুরু করার সুযোগ পেতেও দেখা যায়। জীবনধারায় সুষ্ঠু ভাব বজায় রেখে চললে রাহু এঁদের সুখ ও ঐশ্বর্যে ভরিয়ে দেন। তবে সেই ব্যাপারে অতিরিক্ত উৎসাহ প্রকাশ করা যাবে না। সর্বদা মাথায় রেখে চলতে হবে, রাহু যেমন দু’হাত ভরে দিতে পারেন, তেমনই এক লহমায় সব কেড়ে নিতেও সক্ষম তিনি।

মকর: শাস্ত্রমতে রাহু যেমন অশুভ, তেমনই শনিও অশুভ। তবে এই দুই অশুভ গ্রহের মধ্যে সম্পর্কের জোট কিন্তু কিছু ক্ষেত্রে বেশ শুভ। শনির রাশি মকরের জাতক-জাতিকারা তাই রাহুর মহাদশায় অত্যন্ত লাভ করেন। নানা দিক থেকে আয়ের উৎসের সন্ধান পান। প্রচুর ধনসম্পত্তি লাভ করেন। পৈতৃক সম্পত্তি লাভের সম্ভাবনা দেখা যায়। তবে এত কিছু পেয়ে জীবনে উচ্ছৃঙ্খলতা আনলেই মুশকিল হয়ে যায়। তা হলে রাহু ও শনি উভয়েরই কোপের শিকার হতে হয়। তাই জীবনের শৃঙ্খলাবোধ সর্বদা বজায় রেখে চলা জরুরি।

কুম্ভ: কুম্ভ রাশির জাতক-জাতিকারাও রাহুর মহাদশায় ভাল ফল পান। একটু ভেবেচিন্তে কাজ করলে ও সিদ্ধান্ত নিলেই এঁরা জীবনে প্রভূত উন্নতি লাভ করতে পারেন। পেশার ক্ষেত্রে দারুণ সুযোগ পান। তবে সেই সুযোগ নিজেকেই খুঁজে নিতে হয়। রাহুর কৃপা সঙ্গে রয়েছে বলে যে নিজেকে কিছু করতে হবে না তেমনটা ভাবা ঠিক নয়। এতে ভাল ফল পাওয়া যাবে না। তবে নিজে পরিশ্রম করলে ও মাথা খাটালে অপ্রত্যাশিত অর্থলাভ হতে পারে।

Rahu Astrology Astrological Prediction
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy