আড্ডার ঠেকে বা বাড়িতে বসা গল্পের আসরে অনেকেই অনেক সময় দাবি করে বসেন যে তাঁরা নেগেটিভ শক্তির উপস্থিতি বুঝতে পারেন। কিন্তু তাঁদের সেই কথায় বিশেষ পাত্তা আমরা দিই না, বরং হেয়ই করি। কিন্তু আমাদের রাশিচক্রের মধ্যে এমন পাঁচটি রাশি রয়েছে, যে রাশির জাতকেরা অনায়াসে বলে দিতে পারেন যে আশপাশে কোনও নেগেটিভ শক্তি রয়েছে কি না। কেউ যদি মনে মনে তাঁদের ক্ষতি করার ছক কষেন, তা হলে সেটিও তাঁরা ধরে ফেলতে পারেন। কোনও খারাপ শক্তির প্রভাব আমাদের উপর এসে পড়েছে কি না, তা-ও বুঝতে পারেন তাঁরা। এটা জানার জন্য তাঁদের আলাদা করে কোনও কিছু শিখতে হয় না। তাঁদের রাশিগত প্রকৃতিতেই এই শক্তিটি রয়েছে। জেনে নিন সেগুলি কোন কোন রাশি।
আরও পড়ুন:
কোন কোন রাশি নেগেটিভ শক্তির উপস্থিতি বুঝতে পারেন?
কর্কট: সাধারণত কোনও খারাপ জিনিস কর্কট রাশির ব্যক্তিদের চোখ এড়াতে পারে না। মানুষের আবেগে যদি কোনও খাদ থাকে তা হলে এই রাশির ব্যক্তিরা সেটিকে অনায়াসে ধরে ফেলেন। যদিও কর্কট রাশির ব্যক্তিরা সব সময় কোনটা ভুল সেটা স্পষ্ট ভাবে বলে বোঝাতে পারেন না, তবে নিজেদের মনে মনে এঁরা সবটাই বুঝতে পারেন।
সিংহ: এমনিতে সিংহ রাশির ব্যক্তিরা খুব পজ়িটিভ মনের মানুষ হন। খারাপ ভাবনায় শান দিতে তাঁরা পছন্দ করেন না। কিন্তু কেউ তাঁদের খারাপ চাইছে কি না সেটা তাঁরা চট করে বুঝে যেতে পারেন। তাই তাঁদের মন অন্যদের তুলনায় কম ভাঙে। সিংহ রাশির লোকেরা তাই সহজে কাউকে বিশ্বাস করেন না। আশপাশে যদি কোনও নেগেটিভ শক্তির উপস্থিতি থাকে তা হলে সেটাও তাঁরা বুঝে যান।
আরও পড়ুন:
কন্যা: বাড়িতে বা অন্য কোথাও কোনও নেগেটিভ শক্তির প্রভাব পড়েছে কি না সেটা কন্যা রাশির জাতক-জাতিকারা অনায়াসে বুঝে যান। লোকজনের আচরণের ছোটখাটো পরিবর্তন দেখে তাঁরা বুঝতে পারেন যে তাঁদের মাথায় খারাপ কোনও ফন্দি ঘুরছে কি না। তবে অশুভ কিছু বোঝার পর তাঁরা ব্যাপারটাকে আরও গভীরে গিয়ে বোঝার চেষ্টা করেন। নিজের অনুমানের উপর ভিত্তি করে পরিস্থিতির বিচার এঁরা করেন না।
আরও পড়ুন:
কুম্ভ: কুম্ভ রাশির জাতক-জাতিকারা তাঁদের আশপাশের পরিবেশে কোনও অপ্রীতিকর কিছু ঘটতে চলেছে কি না সেটা বুঝতে পারেন। তাঁদের জীবনে কোনও খারাপ জিনিস ঘটতে পারে কি না সেটির আঁচ তাঁরা আগে থেকেই পেয়ে যান। এই কারণে কোনও মানুষের সঙ্গে চট করে তাঁরা মিশতে পারেন না। আগে সেই মানুষটিকে তাঁরা ভাল ভাবে বোঝেন, তার পর উক্ত মানুষটিকে ঠিকঠাক মনে হলে তাঁদের সঙ্গে আবেগ নিয়ে মেলামেশা শুরু করেন। কুম্ভ রাশির ব্যক্তিদের কাছে মিথ্যা কথা বলা খুব চাপের কারণ তাঁরা অনায়াসে ধরে ফেলেন।
আরও পড়ুন:
মীন: যে কোনও নেগেটিভ শক্তির উপস্থিতি মীন রাশির ব্যক্তিরা খুব সহজেই শনাক্ত করে ফেলতে পারেন। যে স্থানে খারাপ শক্তির উপস্থিতি থাকে, সেই সকল স্থানে এঁরা বেশি ক্ষণ থাকতে পারেন না। খারাপ মানুষকেও মীন রাশির ব্যক্তিরা চিনতে পারেন। তাই এ সকল জায়গা ও মানুষদের তাঁরা এড়িয়ে চলাই পছন্দ করেন।