সব পরিবারেরই নিজস্ব কিছু নিয়মকানুন থাকে। বাঙালি হিন্দু পরিবারে এমন নিদর্শন হামেশাই পাওয়া যায়। সাধারণত বাড়ির কোনও এক প্রজন্মের বয়োজ্যেষ্ঠরা সে সকল নিয়ম তৈরি করে থাকেন। তার পর প্রজন্মের পর প্রজন্ম ধরে সে সব মেনে চলা হয়। কিন্তু সকলে যে সে নিয়ম মাথা নত করে মেনে চলবেন এ ধারণা থাকা নিতান্তই ভুল। বর্তমান কালে এমন বহু ছেলে-মেয়েই আছেন যাঁরা পারিবারিক ধ্যানধারণা থেকে বেরিয়ে নতুন কিছু করতে চান। বাড়ির ধরাবাঁধা নিয়মে তাঁরা নিজেদের জীবন চালানো পছন্দ করেন না। শাস্ত্র জানাচ্ছে চার রাশির ব্যক্তিদের মধ্যে বাড়ির নিয়মের বাইরে গিয়ে কাজ করার প্রবণতা বেশি দেখা যায়। তালিকায় কোন কোন রাশি রয়েছে দেখে নিন।
আরও পড়ুন:
-
নতুন বছর মানেই নতুন ক্যালেন্ডার! বাড়ির কোন দিকের দেওয়ালে ক্যালেন্ডার টাঙানো শুভ? কোথায় রাখবেন না?
-
নুন বা হলুদ নয়, স্নানের জলে মেশাতে হবে অন্য এক ‘জাদুকরি বস্তু’! কুনজর থেকে রাহু-কেতু, সব থাকবে আপনার বশে
-
সূর্যের বছরের শুরু থেকে শেষ উপাসনা করুন দুই ভগবানের, ভাগ্যের অমানিশা কাটবে, যে কোনও কাজে সফল হবেন
বৃশ্চিক: চাপা স্বভাবের হলেও, পরিবারের কোনও ব্যাপার পছন্দ না হলে সেটা সম্বন্ধে মুখের উপর বলতে কুণ্ঠাবোধ করেন না বৃশ্চিক রাশির ব্যক্তিরা। এতে যদি অন্য কেউ কষ্ট পান, তাতেও এঁদের কিছু যায়-আসে না। বাড়ির ধরাবাঁধা নিয়মের বাইরে গিয়ে কাজ করতে বেশি পছন্দ করেন বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা।
ধনু: ধনু রাশির ব্যক্তিরা স্বাধীনচেতা প্রকৃতির হন। এঁরা নিজের মনের মতো চলতে পছন্দ করেন। অপরের বাঁধাধরা নিয়মের বেড়াজালে এঁদের আটকানো যায় না। পরিবারে বহু দিন ধরে চলে আসা নিয়মও এঁরা এক লহমায় কোনও রকম ভাবনা ছাড়া ভেঙে দিতে প্রস্তুত থাকেন। কোনও রকম দ্বিধাবোধ ছাড়া এঁরা পারিবারিক মূল্যবোধকে প্রশ্ন করতে পারেন।
আরও পড়ুন:
-
বিচ্ছেদের আশঙ্কা, কর্মক্ষেত্রেও শান্তি মিলবে না! বছরের প্রথম মাসেই কপাল পুড়তে পারে তিন রাশির
-
নিজের ভুল দেখতে পায় না, আত্মগরিমায় নিমগ্ন থাকে! নিজেকে ভালবাসা যদি ‘শিল্প’ হয়, পাঁচ রাশি তাতে ‘শিল্পী’!
-
প্রতি সন্ধ্যায় শাঁখ বাজান? ক’বার শাঁখ বাজাতে হয় জানেন তো? না হলে ভালর বদলে খারাপ হওয়ার শঙ্কা বৃদ্ধি পায়
মকর: শনির রাশি মকরের জাতক-জাতিকারা নিয়মের বেড়াজালে জীবন কাটাতে ভালবাসেন ঠিকই, কিন্তু সে নিয়ম এঁরা নিজেরা তৈরি করেন। অপরের বলে দেওয়া পন্থা মেনে জীবন কাটানোর ব্যাপারে এঁরা সায় দেন না। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা কোনও ঐতিহ্যের বাইরে গিয়ে কাজ করা এঁদের কাছে কোনও বড় ব্যাপার নয়।
কুম্ভ: কুম্ভ রাশির জাতক-জাতিকারাও স্বাধীনচেতা প্রকৃতির হন। এঁরা ছকভাঙা কাজ করতে সদাপ্রস্তুত। পারিবারিক ঐতিহ্য মানার থেকে সেটির বিরুদ্ধে গিয়ে কিছু করার ব্যাপারেই কুম্ভ রাশির ব্যক্তিরা বেশি আগ্রহী হন। পুরনো নিয়মকে এঁরা গ্রাহ্য করেন না। এই রাশির ব্যক্তিরা যুগের সঙ্গে তাল মিলিয়ে চলাকেই জীবনের অঙ্গ বলে মনে করেন।