নতুন বছর মানেই বাড়ির দেওয়ালে নতুন ক্যালেন্ডার। পুরনো ক্যালেন্ডারকে সরিয়ে সেই জায়গা দখল করে নেয় রংবেরঙের নতুন ক্যালেন্ডার। কোনওটায় আঁকা থাকে ঠাকুরের ছবি, কিছু ক্যালেন্ডারের শোভা বাড়ায় প্রাকৃতিক দৃশ্য। এক এক বাড়িতে ভিন্ন ভিন্ন জায়গায় ক্যালেন্ডার রাখা হয়। কেউ রাখেন বসার ঘরে, অনেকে আবার সেটিকে রাখেন শোয়ার ঘরে। কিন্তু ক্যালেন্ডার বাড়ির কোথায়, কোন দিকে রাখা হচ্ছে তার উপর অনেক কিছু নির্ভর করে। ভুল জায়গায় ক্যালেন্ডার রাখলে কপালে তার কুপ্রভাব পড়ে। তাই নতুন বছরে বাড়ির দেওয়ালে ক্যালেন্ডার ঝোলানোর আগে জেনে নিন কোন দিকটি উপযুক্ত।
আরও পড়ুন:
বাড়ির কোন দিকে ক্যালেন্ডার ঝোলানো উচিত?
পূর্ব দিক: বাড়ির পূর্ব দিকের দেওয়াল ক্যালেন্ডার টাঙানোর জন্য শ্রেষ্ঠ। এই দিকে সূর্য ওঠে। তাই পূর্ব দিকে ক্যালেন্ডার টাঙালে জীবনে শুভ শক্তির সঞ্চার ঘটে বলে বিশ্বাস করা হয়। তাই বাড়ির পূর্ব দিকে নির্দ্বিধায় ক্যালেন্ডার ঝোলাতে পারেন।
উত্তর দিক: বাড়ি বা ব্যবসার ক্ষেত্রের উত্তর দিকের দেওয়ালে ক্যালেন্ডার টাঙানোও শুভ বলে মনে করা হয়। এটিকে চুম্বক মেরুর দিক হিসাবেও মনে করা হয়। এই দিকে ক্যালেন্ডার টাঙালে সমৃদ্ধি লাভ করা যায়।
আরও পড়ুন:
উত্তর-পূর্ব দিক: উত্তর-পূর্ব দিককে আধ্যাত্মিক চেতনার দিক মনে করা হয়। ঠাকুরের ছবি যুক্ত ক্যালেন্ডার এই দিকে রাখা শুভ বলে মনে করা হয়। অন্য ক্যালেন্ডারও টাঙানো যেতে পারে। এর ফলে আমাদের আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পায়।
বাড়িতে যদি একান্তই উপরে উল্লিখিত তিন দিকের এক দিকেও ক্যালেন্ডার টাঙানোর জায়গা না থাকে, তা হলে দক্ষিণ-পশ্চিম বা পশ্চিম দিকে ক্যালেন্ডার টাঙানো যেতে পারে।
আরও পড়ুন:
বাড়ির কোন দিকে ক্যালেন্ডার টাঙানো যাবে না?
বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়ির দক্ষিণ দিকে ক্যালেন্ডার টাঙানো যাবে না। এর ফলে জীবনে তথা বাড়িতে নেগেটিভ শক্তির পরিমাণ বৃদ্ধি পাবে। এর ফলে জীবনের অগ্রগতিতে বাধা সৃষ্টি হবে। তাই বাড়ির আর যেখানেই ক্যালেন্ডার টাঙান না কেন, দক্ষিণ দিকে ভুল করেও ক্যালেন্ডার টাঙানো যাবে না।