১৩ জুলাই শনি গতি বদলে বক্রগতি প্রাপ্ত হবে। এর ফলে রাশিচক্রের ১২টি রাশির জীবনেই কিছু না কিছু পরিবর্তন পরিলক্ষিত হবে। তবে সকলেই যে খারাপ ফল পাবেন তেমনটা নয়। বহু মানুষের জীবনেই শনির এই বক্রগতি আশীর্বাদ রূপে নেমে আসতে পারে। কিন্তু অনেকেই আবার এর প্রভাবে জীবনের নানা ক্ষেত্রে খারাপ ফল পেতে পারেন। শনির গতি পরিবর্তনের ফলে কয়েকটি রাশি কর্মক্ষেত্রে ভুগতে পারেন বলে মনে করা হচ্ছে। দেখে নিন সেই তালিকায় কোন কোন রাশি রয়েছে।
শনির বক্রগতির ফলে কারা কর্মক্ষেত্রে খারাপ ফল পাবেন?
মেষ: শনি বক্রগতি প্রাপ্ত হওয়ায় মেষ রাশির জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে নানা জটিলতার মুখে পড়তে হতে পারে। বর্তমানে আপনি যে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন, সেই প্রতিষ্ঠানে আর থাকতে মন না-ও চাইতে পারে। কিন্তু অন্য কোনও ভাল সুযোগও পাবেন না। ফলত অবসাদ আপনাকে গ্রাস করতে পারে। এর ফল আপনার কাজের উপরেও পড়ার আশঙ্কা দেখা যাচ্ছে। ধৈর্য ধরে থাকুন, সমস্যার পরিমাণ কিছুটা হলেও কমবে।
মিথুন: মিথুন রাশির জাতক-জাতিকাদের পেশাগত জীবনে বিভ্রান্তির মুখে পড়তে হতে পারে। সাফল্যের পথে নানা বাধার সম্মুখীন হতে হবে। কর্মক্ষেত্রে এমন কোনও পরিবর্তন আসতে পারে যা আপনার পদোন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে। রাগে বা জেদের বশে কোনও কাজ করবেন না। এতে আপনার ক্ষতিই হবে। ধৈর্য ধরে, ঠান্ডা মাথায় পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করুন। সফলতা ঠিকই আসবে।
আরও পড়ুন:
সিংহ: শনির বক্রগতির প্রভাবে সিংহ রাশির ব্যক্তিরা অন্যান্য সময়ের তুলনায় বেশি মাত্রায় আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন। এর কুপ্রভাব পড়বে কর্মক্ষেত্রের উপর। আবেগে রাশ টানতে না পারলে চাকরি হারাতেও পারেন। চাকরি না হারালেও কর্মক্ষেত্রে নানা জটিলতার মুখোমুখি হতে হবে। আবেগকে নিজের বশে রাখতে পারলেই সমস্যার থেকে কিছুটা হলেও রেহাই পাবেন।
তুলা: তুলা রাশির জাতক-জাতিকাদের সঙ্গে সহকর্মীদের সম্পর্কে ছেদ আসতে পারে। শনির বক্রগতির প্রভাবে কাজের জায়গায় নানা ঝামেলার মুখে পড়তে হতে পারে। সহকর্মীরা আপনার সঙ্গ দেবে না, আপনাকে ভুল বুঝবে। প্রতিষ্ঠানের উপর থেকে মন উঠে যেতে পারে। কিন্তু হঠকারিতা করা ঠিক হবে না। এই সময় নতুন কাজের সন্ধানে গিয়েও কোনও লাভ হবে না, কারণ মনের মতো চাকরি পাবেন না। ফলত মন আরও অশান্ত হয়ে উঠবে।
কুম্ভ: শনির বক্রগতির ফলে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের মনে চঞ্চলতার সৃষ্টি হবে। যার ফলে কাজেরও ক্ষতি হবে। এর কুপ্রভাব আপনার আয়ক্ষেত্রের উপরেও পড়বে। যে পরিমাণ পরিশ্রম করবেন, সেই পরিমাণ অর্থ লাভ করবেন না। ফলত অবসাদগ্রস্ত হয়ে পড়তে পারেন। তবে ফাটকা বা অন্যান্য কোনও সহজ পদ্ধতিতে আয় করতে গেলেও ঠকতে হবে। নিজের ব্যয়ের উপর নজর রেখে চলুন।