Advertisement
E-Paper

অপরকে হেয় না করলে ঘুম আসে না, কটাক্ষ করার ক্লাসের ‘ফার্স্ট বয়’ ছয় রাশি! ঠাট্টায় জীবনের রসদ খুঁজে পান যাঁরা

রাশিচক্রের ছয় রাশি রয়েছে যারা অন্যদের কটাক্ষ করতে ভালবাসে। এই রাশির ব্যক্তিরা যে সর্বদা অন্যদের ছোট করতে তাঁদের বাক্যবাণে বিদ্ধ করেন তা নয়, মজার ছলেও এঁরা এই কাজ করে থাকেন।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ ১৯:১৪
Top six zodiac signs who are fond of taunting others

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

এক জন ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হতে পারে তার অনেকটাই উক্ত ব্যক্তির রাশি বিশ্লেষণ করে বলে দেওয়া যায়। রাশিবিচারে এক এক জন মানুষ এক এক রকম প্রকৃতির হয়ে থাকে। রাশি যা বলছে এক জন যে সম্পূর্ণ সে রকমই হবেন এমন কোনও মানে নেই। তবে কিছু না কিছু মিল পাওয়াই যায়। রাশিচক্রের ছয় রাশি রয়েছে যারা অন্যদের কটাক্ষ করতে ভালবাসে। এই রাশির ব্যক্তিরা যে সর্বদা অন্যদের ছোট করতে তাঁদের বাক্যবাণে বিদ্ধ করেন তা নয়, মজার ছলেও এঁরা এই কাজ করে থাকেন।

কোন ছয় রাশির ব্যক্তিরা অন্যদের কটাক্ষ করতে ভালবাসেন?

মেষ: ঠোঁটকাটা মেষ রাশির ব্যক্তিরা যা বলার মুখের উপর বলতে ভালবাসেন। কারও কোনও বিষয় যদি এঁদের চোখে লাগে, তা হলে কটাক্ষ করতে এক বিন্দুও পিছপা হন না এঁরা। কারও ব্যাপারে যত খারাপ ধারণাই থাকুক না কেন, এই রাশির ব্যক্তিরা সেটা নির্দ্বিধায় মুখের উপর বলে দেন।

মিথুন: রাশিচক্রের তৃতীয় রাশি মিথুনও অন্যকে কটাক্ষ করার ব্যাপারে পারদর্শী। এঁরা অপরকে নিয়ে খুব মশকরা করতে পারেন। এই রাশির মানুষেরা কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে খারাপ কথা না বলে থাকলেও, এঁদের কথার মারপ্যাঁচ অপরের জন্য আনন্দদায়ক হয় না। তা সত্ত্বেও এঁরা খোঁচা দিতে ছাড়েন না।

সিংহ: সিংহ রাশির জাতক-জাতিকারা যে কোনও ঘটনার কেন্দ্রবিন্দু হতে ভালবাসেন। সেই কারণে এঁরা এমন প্রকার কথা বলেন, যাতে অপর ব্যক্তিরা বাধ্য হন এঁদের দিকে তাকাতে। কিন্তু তাতেও এঁদের কিছু যায়-আসে না। এঁরা অপরকে কটাক্ষ করার সুযোগ পেলে কখনওই সেই সুযোগ হাতছাড়া করেন না।

তুলা: ভাল-খারাপের মধ্যে ভারসাম্য বজায় রেখে চলা তুলা রাশির ব্যক্তিরা অপরকে বাক্যবাণে বিদ্ধ করতে ছাড়েন না। অপরের কোনও কাজ বা কথা যদি এঁদের ভুল মনে হয় তা হলে উক্ত মানুষটিকে এঁরা কটাক্ষের সাগরে ভাসিয়ে দেন। অপর মানুষটি এতে দুঃখ পাচ্ছেন কি না সে সব ভাবনা এঁদের মাথায় আসে না।

বৃশ্চিক: বৃশ্চিক রাশির ব্যক্তিদের কথার জাদুতে মজে থাকেন আশপাশের মানুষেরা। এঁরা কটাক্ষ করতে ভালবাসেন। তবে কারও মনে কষ্ট দিয়ে কোনও কথা এঁরা বলেন না। এঁরা সবটাই মজার ছলে করেন। আর এমন ভাবে বলেন যাতে যাঁকে নিয়ে কটাক্ষ করা হচ্ছে, তিনিও হেসে লুটোপুটি খান।

ধনু: মজার ছলে বন্ধুদের সঙ্গে ঠাট্টা-তামাশা করতে ভালবাসেন ধনু রাশির ব্যক্তিরা। এঁরা কখনও অপরকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে মজা করেন না। বরং সকলকে মাতিয়ে রাখতেই এঁরা অন্যদের কটাক্ষ করে বেড়ান। তবে সীমার বাইরে গিয়ে কখনও কথা বলেন না ধনু রাশির ব্যক্তিরা। কোথায় গিয়ে মজা থামাতে হয় সেটা এঁরা জানেন।

Astrology Astrological Prediction
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy