অনলাইন গেম খেলতে গিয়ে মায়ের ৪০ হাজার টাকা খুইয়ে আত্মহত্যা করল মধ্যপ্রদেশের ১৩ বছরের এক কিশোর।
ঘটনাটি ছতরপুর জেলার শান্তিনগরে ঘটেছে। ঘটনার দিন বাড়িতে ওই কিশোর ও তার বোন ছিল। পুলিশ সূত্রে খবর, হঠাৎ-ই তার মা জানতে পারেন, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দেড় হাজার টাকা কেটে নেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গেই তিনি ছেলেকে ফোন করে জানতে চান, কেন তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হল। ওই কিশোর জানায়, ‘ফ্রি ফায়ার’ নামক একটি অনলাইন গেম খেলতে গিয়ে ওই টাকা খরচ করে ফেলেছে সে। বিষয়টি শুনেই অত্যন্ত রেগে গিয়ে ছেলেকে বকাঝকা করেন তাঁর মা। আর তার পরই ঘরে দরজা বন্ধ করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে ওই কিশোর।