উত্তরপ্রদেশে ১৭ জন শিশুকন্যার নাম রাখা হল ‘সিন্দূর’। ঘটনাচক্রে, এক জেলা থেকেই এই একই নাম রাখা হয়েছে ১৭ নবজাতকের। তাদের বাবা-মায়ের দাবি, ‘অপারেশন সিঁদুর’ এবং দেশের সেনাবাহিনীকে সম্মান জানাতেই কন্যাসন্তানদের নাম ‘সিন্দূর’ রাখা হয়েছে।
জানা গিয়েছে, রাজ্যের কুশীনগর জেলাতেই ১৭ নবজাতকের এই এক নাম রাখা হয়েছে। এই ১৭ জনের মধ্যে বেশির ভাগ শিশুকন্যার জন্ম হয়েছে ৯ এবং ১০ মে। ঘটনাচক্রে, ৭ মে পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাত করে ভারত। সেই সামরিক অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’।
পাকিস্তানের বিরুদ্ধে বাহিনীর এই সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’ দেশবাসীর মধ্যে একটা উন্মাদনা এবং আবেগ সৃষ্টি করেছে। আর বাহিনীর এই বাহাদুরিকে সম্মান জানিয়ে অনেক বাবা-মা তাঁদের সন্তানের নামকরণ ‘সিন্দূর’ রেখেছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এ রকম বেশ কয়েকটি খবর প্রকাশ্যে এসেছে। তার পরই কুশীনগরে একসঙ্গে ১৭ নবজাতকের নাম ‘সিন্দূর’ রাখার বিষয়টি প্রকাশ্যে এল।
কুশীনগরের এক মহিলা নেহা গুপ্ত সংবাদমাধ্যমকে বলেন, ‘‘আমার কন্যার জন্ম হয়েছে ৯ মে। যে ভাবে পহেলগাঁওয়ে পর্যটকদের খুন করা হয়েছে, তা আমাদের হৃদয়ে গভীর ক্ষতের সৃষ্টি করেছে। এ ক্ষত ভুলে যাওয়ার নয়। কিন্তু যে ভাবে আমাদের দেশের বাহিনী এর জবাব দিয়েছে, তাঁদের কুর্নিশ জানাই। আর সেনাদের এই কাজকে সম্মান জানাতেই আমার কন্যার নাম রেখেছি সিন্দূর।’’
আরও এক মহিলা কাজল বলেছেন, ‘‘সিঁদুর শুধু একটা শব্দই নয়, এর সঙ্গে আমাদের আবেগ জড়িয়ে। তাই কন্যার নাম রেখেছি সিন্দূর।’’