মধ্যপ্রদেশের পান্না জেলার এক খনি থেকে প্রায় ১১ ক্যারাটের একটি হিরে পেলেন এক ব্যক্তি। যার বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা। মঙ্গলবার ওই জেলার হিরে আধিকারিক সংবাদ সংস্থাকে এই খবর জানিয়েছেন। সেই হিরের কয়েকটি ছবিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
পান্না জেলার রানিপুর এলাকায় এই খনিটি অবস্থিত। সেই খনিটি আনন্দীলাল কুশওয়াহা নামে বছর পঁয়ত্রিশের এক যুবক লিজ নিয়ে রেখেছেন। তবে এটাই প্রথম নয়, এর আগেও একটি ৭০ সেন্ট ওজনের হিরে পেয়েছিলেন আনন্দীলাল। এবার তাঁর ভাগ্যে জুটেছে প্রায় ৫০ লাখের হিরে।
পান্না জেলা হিরে আধিকারিক আর কে পান্ডে জানিয়েছেন, করোনার অতিমারির জেরে লকডাউনের পর এই প্রথম এত বড় হিরে পাওয়া গেল ওই খনি থেকে। আনন্দীলালের জমা দেওয়া হিরেটি বিক্রি করা হবে। সেখান থেকে যে টাকা আসবে, তার থেকে কর এবং সরকারের রয়্যালটি বাবদ কেটে নিয়ে বাকিটা তাঁকে দিয়ে দেওয়া হবে।