স্কুলের মধ্যেই কোনও কারণে দুই বন্ধুর মধ্যে অশান্তি বাধে। তবে অন্য সহপাঠী এবং শিক্ষকদের হস্তক্ষেপে তখনকার মতো অশান্তি মিটে গেলও, রাগ পুষে রেখেছিল এক ছাত্র। শুক্রবার বিকেলে স্কুল ছুটির অন্য বন্ধুরটির উপর দলবল নিয়ে চড়াও হয় সে। মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যায় দিল্লির মঙ্গলপুরী এলাকায় ঘটনাটি ঘটে। তদন্তে পুলিশের প্রাথমিক অনুমান, দিন কয়েক আগে মৃত এবং অভিযুক্তের মধ্যে ছোটখাটো একটি বিষয় নিয়ে বিবাদের সূত্রপাত হয়। সেই বিবাদ গড়ায় হাতাহাতিতে। স্কুলের বাইরে অভিযুক্ত ছাত্র তার অন্য বন্ধুদের সঙ্গে করে নিয়ে এসে চড়াও হয়।
আরও পড়ুন:
অভিযোগ পাওয়ার পরেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। পুলিশ সূত্রে খবর, কয়েক জন কিশোরকে গ্রেফতার করা হয়েছে। আর কেউ এই ঘটনার সঙ্গে জড়িত কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ। সন্দেহভাজনদের শনাক্ত করতে ঘটনাস্থল এবং তার আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। একই সঙ্গে প্রত্যক্ষদর্শীদের বয়ানও নথিভুক্ত করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। মৃত ছাত্রের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তার শরীরে বাহ্যিক কোনও আঘাতের চিহ্ন মেলেনি বলে পুলিশ জানিয়েছে।