Advertisement
E-Paper

বিহারের ভোটার তালিকার নথিতে আধার জুড়তে বলল সুপ্রিম কোর্ট, একই সঙ্গে জানাল: এটি নাগরিকত্বের প্রমাণ নয়

সোমবার এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে ব্যক্তি পরিচয়ের প্রামাণ্য নথি হিসাবে আধার কার্ডকে যুক্ত করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। তবে এই নিয়ম আপাতত শুধু বিহারের জন্যই। নির্দেশ দেওয়ার সময় শীর্ষ আদালত স্পষ্ট জানায়, আধার কার্ড কখনই নাগরিকত্বের প্রমাণ নয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৫৫

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষায় (এসআইআর) ব্যক্তি পরিচয়ের প্রামাণ্য নথি হিসাবে আধার কার্ড ব্যবহার করা যাবে। সোমবার এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে এমনই জানাল সুপ্রিম কোর্ট। অর্থাৎ, ভোটার তালিকার নথিতে আধার কার্ডকে জুড়তে বলল শীর্ষ আদালত। এই নিয়ম আপাতত শুধু বিহারের জন্যই। শীর্ষ আদালত এ-ও স্পষ্ট জানায়, আধার কার্ড কখনওই নাগরিকত্বের প্রমাণ নয়। শুধু ভোটার তালিকায় নাম তোলার জন্য ব্যবহার করা যেতে পারে আধার কার্ড।

বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর) সংক্রান্ত মামলায় এর আগে জানিয়েছিল, ভোটার তালিকায় নাম তোলার জন্য অন্য নথির সঙ্গে আধার কার্ডও পরিচয়পত্র হিসাবে গণ্য করা হতে পারে। তবে এত দিন এ ব্যাপারে কোনও নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট। সোমবার বিষয়টি স্পষ্ট করে দিল শীর্ষ আদালত। নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট বলে, ‘‘পরিচয়পত্রে প্রামাণ্য নথি হিসাবে আধার কার্ড ব্যবহার করতে পারবেন ভোটারেরা। আধারকে প্রামাণ্য নথি হিসাবে যুক্ত করতে হবে।’’

ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে গ্রহণযোগ্য পরিচয় প্রমাণের তালিকায় আধারকে ১২তম নথি হিসাবে গণ্য করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এত দিন প্রামাণ্য নথি হিসাবে ১১টি নথির কথা উল্লেখ করেছিল নির্বাচন কমিশন। তবে শীর্ষ আদালত জানাল, আধারও ব্যবহার করা যাবে। ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইনের অধীনে আধার সংযুক্তিকরণের কথা বলেছে সুপ্রিম কোর্ট।

ভোটারের পরিচয়পত্র এবং নাগরিকত্বের মধ্যে একটি স্পষ্ট আইনি পার্থক্য তুলে ধরেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ জানায়, কারও পরিচয় প্রতিষ্ঠা করার জন্য আধারের সাহায্য নেওয়া যেতে পারে। তবে ভারতের নাগরিকত্বের প্রমাণ হিসাবে ব্যবহার করা যাবে না। শীর্ষ আদালত বলে, ‘‘আমরা স্পষ্ট করে বলছি, আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। কেউ নাগরিকত্বের প্রমাণ হিসাবে আধার দাখিল করতে পারবেন না।’’ প্রসঙ্গত, কমিশন আগে যে ১১টি নথির কথা বলেছিল, তার মধ্যে অনেক নথিকেই নাগারিকত্বের প্রমাণ হিসাবে গণ্য করা হয় না।

উল্লেখ্য, আধার আইনের ৯ নম্বর ধারায় বলা হয়েছে, আধার নম্বর ধারকের নাগরিকত্ব বা বাসস্থানের প্রমাণ হিসাবে গণ্য হবে না। অন্য দিকে, ২০১৮ সালে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ পুত্তস্বামী মামলায় জানিয়েছিল, আধার নম্বর কারও নাগরিকত্বের অধিকার অধিষ্ঠিত করতে পারে না। সোমবারের শুনানিতে সেই বিষয়টি আবার এক বার নিশ্চিত করেছে সুপ্রিম কোর্ট। এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে বিহারের বিরোধী দলগুলির আইনজীবীরা বার বার সওয়াল করেছেন যে, ভোটার তালিকায় নাম তোলার জন্য একমাত্র আধারকেই প্রমাণ হিসেবে ধরা হোক। তবে সোমবার শীর্ষ আদালত জানিয়ে দেয়, একমাত্র প্রামাণ্য নথি হিসাবে নয়, অন্য নথির সঙ্গে আধার কার্ডও বৈধ নথি হিসাবে বিবেচিত হবে।

আদালত আরও জানিয়েছে, আধার কার্ড ভুয়ো না আসল, তা যাচাই করার স্বাধীনতা পাবে ভোটার নিবন্ধন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সংস্থাগুলি। অন্য নথি যাচাইয়ের ক্ষেত্রে তা যে সব নিয়ম অবলম্বন করে, এ ক্ষেত্রে তা করতে পারবে। শুনানিতে কমিশন জানিয়েছে, আইনি বিধি মেনে আধারকে পরিচয়পত্রের প্রামাণ্য নথি হিসাবে বিবেচনা করবে তারা।

SIR Voter List Controversy Supreme Court of India Voter List Correction
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy