স্ত্রীর সঙ্গে দীর্ঘ দিন ধরে বিবাদ। বিচ্ছেদ নিতে দু’জনে দ্বারস্থ হয়েছিলেন আদালতের। কিন্তু সে দিন আদালতে ছুটি ছিল। আদালত চত্বরেই চরম পদক্ষেপ করলেন স্বামী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি গাছ থেকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি। স্ত্রীর সামনেই। পুণের ঘটনা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সোহেল ইয়েনিঘুরে। তাঁর বয়স ২৮ বছর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিয়ের পর থেকে স্ত্রীর সঙ্গে নিত্য ঝগড়া হয় সোহেলের। শনিবার তা চরমে পৌঁছয়। স্ত্রীকে নিয়ে পুণের শিবাজিনগর আদালতে হাজির হন তিনি। কিন্তু সে দিন বন্ধ ছিল আদালত। সেখানেও তাঁরা আবার ঝগড়া করতে শুরু করেন বলে অভিযোগ।
আরও পড়ুন:
পুলিশ আধিকারিক চন্দ্রশেখর সবন্ত জানিয়েছেন, দায়রা আদালত চত্বরে একটি তেঁতুল গাছ রয়েছে। স্ত্রীর ওড়না গলায় জড়িয়ে সেই গাছ থেকে ঝুলে পড়েন সোহেল। সে সময় কোর্ট চত্বরে কেউ ছিলেন না। তাঁর স্ত্রী তাঁকে বাধা দিয়েছিলেন কি না, স্পষ্ট নয়। মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।