Advertisement
E-Paper

দিল্লিতে মহিলা ভোটার বাড়লেও কমল মহিলা বিধায়কের সংখ্যা! আবার নামল ১০ শতাংশের নীচে

এ বছর দিল্লি বিধানসভায় ৭০টি আসনে প্রার্থীসংখ্যা ছিল ৬৯৯ জন। তাঁদের মধ্যে মহিলার সংখ্যা ছিল প্রায় ৯৬। বিজেপি এবং আপ দুই দলের প্রত্যেকে ন’জন মহিলাকে প্রার্থী করেছিল।

দিল্লি বিধানসভা ভোটে ১৯৯৩ সাল থেকে এখন পর্যন্ত এ বারই সবচেয়ে বেশি মহিলা ভোট দিয়েছিলেন।

দিল্লি বিধানসভা ভোটে ১৯৯৩ সাল থেকে এখন পর্যন্ত এ বারই সবচেয়ে বেশি মহিলা ভোট দিয়েছিলেন। ছবি: পিটিআই।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪৪
Share
Save

দিল্লির ভোটে লড়েছিলেন প্রায় ১০০ জন মহিলা প্রার্থী। তবে জয়ী হয়েছেন মাত্র পাঁচ জন। আম আদমি পার্টি (আপ)-র একমাত্র আতিশী এবং বিজেপির চার মহিলা প্রার্থী বিধায়ক হয়েছেন। গত ১০ বছরে দিল্লি বিধানসভায় মহিলা বিধায়কের সংখ্যা এ বার সর্বনিম্ন। যদিও দিল্লি বিধানসভা ভোটে ১৯৯৩ সাল থেকে এখন পর্যন্ত এ বারই সবচেয়ে বেশি মহিলা ভোট দিয়েছিলেন।

এ বছর দিল্লি বিধানসভায় ৭০টি আসনে প্রার্থীসংখ্যা ছিল ৬৯৯ জন। তাঁদের মধ্যে মহিলার সংখ্যা ছিল প্রায় ৯৬। বিজেপি এবং আপ দুই দলের প্রত্যেকে ন’জন মহিলাকে প্রার্থী করেছিল। কংগ্রেস সাত জন মহিলাকে প্রার্থী করেছিল। পরিসংখ্যান বলছে, ২০২০ সালের তুলনায় এ বার তিন প্রধান রাজনৈতিক দলের মহিলা প্রার্থীর সংখ্যা বেশি ছিল। এ বছর মহিলা ভোটারের সংখ্যাও ছিল বেশি। ১৯৯৩ সালে দিল্লি বিধানসভা তৈরি হয়। সেই থেকে বিধানসভা ভোটে এ বারই সবচেয়ে বেশি মহিলা ভোট দিয়েছেন। মহিলা ভোটারের হার ছিল ৬০.৯ শতাংশ। দিল্লিতে মহিলা ভোটারের সংখ্যা ৭২.৩৬ লক্ষ। গত ৫ ফেব্রুয়ারি ভোট দিয়েছেন ৪৪.০৮ লক্ষ মহিলা। যেখানে দিল্লিতে মোট পুরুষ ভোটারের মধ্যে ৬০.২ শতাংশ এ বার ভোট দিয়েছেন। মহিলা ভোটারের সংখ্যা বৃদ্ধি পেলেও দিল্লি বিধানসভায় এ বার মহিলা বিধায়কের সংখ্যা বৃদ্ধি পেল না।

দিল্লি বিধানসভায় এ বার যে পাঁচ জন মহিলা বিধায়ককে দেখা যাবে, তাঁদের মধ্যে প্রথমেই রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশী। প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া যখন হেরে গিয়েছেন, তখন কালকাজি আসনে বিজেপির রমেশ বিধুরিকে হারিয়ে জয়ী হয়েছেন আতিশী। তার পর নেচেওছেন, যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ৩,৫২১ ভোটে জয়ী হয়েছেন আতিশী। বিজেপির টিকিটে নজফগড় আসনে ৩০ হাজার ভোটে জয়ী হয়েছেন নীলম পাহেলওয়ান। আপের তরুণ কুমারকে হারিয়েছেন তিনি। শালিমার বাগে বিজেপির টিকিটে জয়ী হয়েছেন রেখা গুপ্ত। ওয়াজিরপুর আসনে বিজেপির টিকিটে জয়ী হয়েছেন পুনম শর্মা। গ্রেটার কৈলাস আসলে আপের সৌরভ ভরদ্বাজকে হারিয়ে জয়ী হয়েছেন বিজেপির শিখা রায়।

পরিসংখ্যান বলছে, ১৯৯৩ সাল থেকে এখন পর্যন্ত ৪৪ জন মহিলা দিল্লি বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছেন। সবচেয়ে বেশি মহিলা জয়ী হয়েছিলেন ১৯৯৮ সালে। সে বার ন’জন মহিলা বিধায়ক পেয়েছিল দিল্লি। মুখ্যমন্ত্রী হয়েছিলেন কংগ্রেসের শীলা দীক্ষিত। তার আগে ১৯৯৩ সালে মহিলা বিধায়কের সংখ্যা ছিল ৩। ১৯৯৮ সালের পরে ২০০৩ সালে দিল্লি বিধানসভায় মহিলা বিধায়কের সংখ্যা কমে হয়েছিল আট। ২০০৮ এবং ২০১৩ সালে সেই সংখ্যা দাঁড়িয়েছিল তিনে। ২০১৫ সালে ৬৩ জন মহিলা ভোটে দাঁড়িয়েছিলেন। জয়ী হয়েছিলেন ছ’জন। ২০২০ সালে ৭৬ জন মহিলা প্রার্থী ভোটে লড়েছিলেন। জয়ী হয়েছিলেন আট জন। এ বার সেই সংখ্যাই কমে গেল।

Delhi Assembly Election 2025 AAP Atishi BJP

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}