দিল্লির ভোটে লড়েছিলেন প্রায় ১০০ জন মহিলা প্রার্থী। তবে জয়ী হয়েছেন মাত্র পাঁচ জন। আম আদমি পার্টি (আপ)-র একমাত্র আতিশী এবং বিজেপির চার মহিলা প্রার্থী বিধায়ক হয়েছেন। গত ১০ বছরে দিল্লি বিধানসভায় মহিলা বিধায়কের সংখ্যা এ বার সর্বনিম্ন। যদিও দিল্লি বিধানসভা ভোটে ১৯৯৩ সাল থেকে এখন পর্যন্ত এ বারই সবচেয়ে বেশি মহিলা ভোট দিয়েছিলেন।
এ বছর দিল্লি বিধানসভায় ৭০টি আসনে প্রার্থীসংখ্যা ছিল ৬৯৯ জন। তাঁদের মধ্যে মহিলার সংখ্যা ছিল প্রায় ৯৬। বিজেপি এবং আপ দুই দলের প্রত্যেকে ন’জন মহিলাকে প্রার্থী করেছিল। কংগ্রেস সাত জন মহিলাকে প্রার্থী করেছিল। পরিসংখ্যান বলছে, ২০২০ সালের তুলনায় এ বার তিন প্রধান রাজনৈতিক দলের মহিলা প্রার্থীর সংখ্যা বেশি ছিল। এ বছর মহিলা ভোটারের সংখ্যাও ছিল বেশি। ১৯৯৩ সালে দিল্লি বিধানসভা তৈরি হয়। সেই থেকে বিধানসভা ভোটে এ বারই সবচেয়ে বেশি মহিলা ভোট দিয়েছেন। মহিলা ভোটারের হার ছিল ৬০.৯ শতাংশ। দিল্লিতে মহিলা ভোটারের সংখ্যা ৭২.৩৬ লক্ষ। গত ৫ ফেব্রুয়ারি ভোট দিয়েছেন ৪৪.০৮ লক্ষ মহিলা। যেখানে দিল্লিতে মোট পুরুষ ভোটারের মধ্যে ৬০.২ শতাংশ এ বার ভোট দিয়েছেন। মহিলা ভোটারের সংখ্যা বৃদ্ধি পেলেও দিল্লি বিধানসভায় এ বার মহিলা বিধায়কের সংখ্যা বৃদ্ধি পেল না।
আরও পড়ুন:
দিল্লি বিধানসভায় এ বার যে পাঁচ জন মহিলা বিধায়ককে দেখা যাবে, তাঁদের মধ্যে প্রথমেই রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশী। প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া যখন হেরে গিয়েছেন, তখন কালকাজি আসনে বিজেপির রমেশ বিধুরিকে হারিয়ে জয়ী হয়েছেন আতিশী। তার পর নেচেওছেন, যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ৩,৫২১ ভোটে জয়ী হয়েছেন আতিশী। বিজেপির টিকিটে নজফগড় আসনে ৩০ হাজার ভোটে জয়ী হয়েছেন নীলম পাহেলওয়ান। আপের তরুণ কুমারকে হারিয়েছেন তিনি। শালিমার বাগে বিজেপির টিকিটে জয়ী হয়েছেন রেখা গুপ্ত। ওয়াজিরপুর আসনে বিজেপির টিকিটে জয়ী হয়েছেন পুনম শর্মা। গ্রেটার কৈলাস আসলে আপের সৌরভ ভরদ্বাজকে হারিয়ে জয়ী হয়েছেন বিজেপির শিখা রায়।
আরও পড়ুন:
-
রেখেছ বাঙালি করে, বাঙালি করোনি! ভুলে গিয়ে পদ্মের দিল্লিজয়ের ‘গুড়’ খেতে ব্যস্ত বাংলার বিজেপি
-
উল্টে যেতে পারত দিল্লির নির্বাচনী ফল! কাটাকাটির ভোটে ১৪টি আসন হেরে গিয়েছে আপ এবং কংগ্রেস
-
‘মদীয়’ ভোটের রাজনীতি! বিহারে পাশ করেছিলেন নীতীশ, সেই সুরাস্রোতেই ভেসে গেল দু’টি সরকার
-
দলকে হারিয়ে, নিজে হেরে প্রশ্নের মুখে কেজরী, পঞ্জাবের আপ সরকারের ভবিষ্যৎ নিয়েও জল্পনা
পরিসংখ্যান বলছে, ১৯৯৩ সাল থেকে এখন পর্যন্ত ৪৪ জন মহিলা দিল্লি বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছেন। সবচেয়ে বেশি মহিলা জয়ী হয়েছিলেন ১৯৯৮ সালে। সে বার ন’জন মহিলা বিধায়ক পেয়েছিল দিল্লি। মুখ্যমন্ত্রী হয়েছিলেন কংগ্রেসের শীলা দীক্ষিত। তার আগে ১৯৯৩ সালে মহিলা বিধায়কের সংখ্যা ছিল ৩। ১৯৯৮ সালের পরে ২০০৩ সালে দিল্লি বিধানসভায় মহিলা বিধায়কের সংখ্যা কমে হয়েছিল আট। ২০০৮ এবং ২০১৩ সালে সেই সংখ্যা দাঁড়িয়েছিল তিনে। ২০১৫ সালে ৬৩ জন মহিলা ভোটে দাঁড়িয়েছিলেন। জয়ী হয়েছিলেন ছ’জন। ২০২০ সালে ৭৬ জন মহিলা প্রার্থী ভোটে লড়েছিলেন। জয়ী হয়েছিলেন আট জন। এ বার সেই সংখ্যাই কমে গেল।