Advertisement
০৩ অক্টোবর ২০২৩
Molestation

আলিগড় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ গবেষকের, এফআইআর দায়ের

রবিবার পুলিশ জানিয়েছে, আলিগড় বিশ্ববিদ্যালয়ের বন্যপ্রাণ বিভাগে গবেষণা করছেন অভিযোগকারিণী। সিভিল লাইন্স থানায় গিয়ে তাঁর অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি।

Representational Image of molestation

অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। —প্রতীকী ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
আলিগড় শেষ আপডেট: ২৮ মে ২০২৩ ১৭:৪৪
Share: Save:

আলিগ়ড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করলেন উত্তরপ্রদেশের ওই শিক্ষাপ্রতিষ্ঠানে গবেষণারত এক ছাত্রী। তাঁকে হয়রানি করা হচ্ছে বলেও পুলিশের কাছে অভিযোগ করেছেন তিনি। ওই অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে বলে রবিবার সংবাদ সংস্থা সূত্রে খবর।

পুলিশ জানিয়েছে, আলিগড় বিশ্ববিদ্যালয়ের বন্যপ্রাণ বিভাগে গবেষণা করছেন অভিযোগকারিণী। সিভিল লাইন্স থানায় গিয়ে তাঁর অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি।

সংবাদমাধ্যমের কাছে সিভিল লাইন্স থানার সার্কল অফিসার অশোক কুমার বলেন, ‘‘গবেষকের অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির নানা ধারায় ওই অধ্যাপকের বিরুদ্ধে কেস দায়ের করা হয়েছে।’’ এই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। পাশাপাশি, এর তদন্তে নেমেছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE