ভোটের বাজারে কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীকে আক্রমণ করার কোনও সুযোগই হাতছাড়া করতে চান না বিজেপি নেতারা। রবিবারও সেই ‘রীতি’ মেনে ‘মৎস্য মন্ত্রক’ বিতর্কে তাঁকে কটাক্ষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ভোট প্রচারে গিয়ে রাহুলকে আক্রমণ করেন তিনি। কটাক্ষ করে বলেন, “২ বছর আগে যখন মৎস্য মন্ত্রক তৈরি হয়, তখন রাহুলভাই আপনি ছুটি কাটাতে গিয়েছিলেন।”
আগামী ৬ এপ্রিল বিধানসভা নির্বাচন ৩০ আসনের পুদুচেরিতে। গত নির্বাচনে একটিও আসন না পাওয়া বিজেপি এ বার ক্ষমতা দখলের লক্ষ্যে ঝাঁপাচ্ছে। আর ক্ষমতা ধরে রাখতে লড়াইয়ে নেমে পড়েছে কংগ্রেসও।
তামিলনাড়ু কেরল পুদুচেরির মতো উপকূলবর্তী রাজ্যের একটা বড় অংশের মানুষ মৎস্যজীবী। তাঁদের মন জয় করতে রাহুল দাবি করেন, এই মৎস্যজীবীরা ‘সমু্দ্রের কৃষক’। এঁদের সমস্যা দেখার জন্য মৎস্য দফতর নয়, প্রয়োজন মৎস্য মন্ত্রক।