Advertisement
E-Paper

চলন্ত রাজধানী এক্সপ্রেসে জ্ঞান হারায় আট মাসের শিশু! সেনাকর্মীর তৎপরতায় বাঁচল প্রাণ

ঘটনাটি ঘটেছে ডিব্রুগড়গামী রাজধানী এক্সপ্রেসে। শিশুটির সঙ্গে ছিলেন তার মা-বাবাও। হঠাৎ মায়ের কোলেই শিশুটির শ্বাসকষ্ট শুরু হয়। তার পরেই জ্ঞান হারায় সে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ১৪:৫৬
Army man gives CPR to save infant on Rajdhani Express

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

রাজধানী এক্সপ্রেসে আট মাসের এক শিশুকে সিপিআর দিয়ে বাঁচাল ভারতীয় সেনার এক কর্মী! চলন্ত ট্রেনে আচমকা ওই শিশুর শ্বাসকষ্ট শুরু হয়। কয়েক মুহূর্তের মধ্যেই জ্ঞান হারায় সে। শরীরে প্রাণের প্রায় কোনও স্পন্দন ছিল না তার। শিশুর অবস্থা দেখে ওই কামরায় থাকা এক সেনাকর্মী এগিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য সিপিআর (কার্ডিয়োপালমোনারি রিসাসিটেশন) দেন তিনি। বেঁচে যায় শিশুটি।

ঘটনাটি ঘটেছে ডিব্রুগড়গামী রাজধানী এক্সপ্রেসে। গত ১৩ অক্টোবর ওই রাজধানী এক্সপ্রেসের এস৪ কামরায় ছিল ওই শিশুটি। সঙ্গে ছিলেন তার মা-বাবাও। হঠাৎ মায়ের কোলেই শিশুটির শ্বাসকষ্ট শুরু হয়। চলন্ত ট্রেনে হইচই পড়ে যায়। কিছু করার আগেই শিশুটি ধীরে ধীরে নেতিয়ে পড়ে মায়ের কোলে। জ্ঞান হারায়। তা দেখে তার মা-ও অজ্ঞান হয়ে পড়েন। সকলেই ভেবেছিলেন শিশুটি মারা গিয়েছে।

ওই কোচেই ছিলেন সেনাকর্মী সুনীল। ছুটি কাটিয়ে কাজে ফিরছিলেন। প্রথমেই শিশুটির নাড়ি পরীক্ষা করেন তিনি। স্পন্দন পাচ্ছিলেন না। শ্বাসপ্রশ্বাসও পড়ছিল না তার। তখনই শিশুটিকে সিপিআর দেন তিনি। বার দুয়েকের চেষ্টায় ওই শিশুর শরীরে স্পন্দন লক্ষ করা যায়। তার পরেই অন্য রেলকর্মীদের সহায়তায় শিশুটিকে রাহিঙ্গা স্টেশনে নামিয়ে হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসা করা হয় তার মায়েরও। চিকিৎসার পরে মা ও শিশুর অবস্থা স্বাভাবিক হয়।

CPR Army Man Rajdhani Express
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy