Advertisement
০৪ মে ২০২৪
Assam

Al-Qaeda: আল কায়দা যোগের অভিযোগে ৩৪ জনেরও বেশি যুবককে গ্রেফতার করল অসম পুলিশ

অসম পুলিশের দাবি, আল কায়দা মদতপুষ্ট দলগুলি মৌলবাদ ছড়াতে যুবকদের প্রভাবিত করছে।

জঙ্গি দমনে অসমে ধরপাকড়।

জঙ্গি দমনে অসমে ধরপাকড়। প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
গুয়াহাটি শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২২ ০৯:০৮
Share: Save:

আল কায়দা জঙ্গিদলের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ৩৪ জনেরও বেশি যুবককে গ্রেফতার করল অসম পুলিশ। সে রাজ্যে কয়েকটি নতুন গোষ্ঠী তৈরি হয়েছে, যারা যুবকদের মধ্যে মৌলবাদ ছড়াচ্ছে, পুলিশের পক্ষ থেকে এমন দাবিই করা হয়েছে।

ধরপাকড় প্রসঙ্গে অসমের ডিজিপি ভাস্কর জ্যোতি মহান্ত বলেন, ‘‘আল কায়দার সঙ্গে যুক্ত ৩৪ জনেরও বেশি ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। এই ধরনের চক্রান্তকে কখনই সফল হতে দেবে না অসম পুলিশ।”

তিনি আরও বলেছেন, ‘‘অসমে বিভিন্ন ধরনের গোষ্ঠী রয়েছে। কয়েকটি নতুন গোষ্ঠীর নামও উঠে এসেছে। অসমের বাইরে সম্প্রতি বাংলাদেশ থেকে চক্রান্ত করা হচ্ছে। মৌলবাদ ছড়াতে আল কায়দা মদতপুষ্ট দলগুলি যুবকদের প্রভাবিত করছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Assam police Al Qaeda
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE