বাবা-মাকে যে গাড়ি উপহার দিয়েছিল কিশোর, সেই গাড়ি চালাতে গিয়েই প্রাণ গেল তার। ঘটনাটি মহারাষ্ট্রের ঠাণে জেলার। বৃহস্পতিবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।
পুলিশ সূত্রে খবর, বন্ধুকে সঙ্গে নিয়ে গাড়ি চালাচ্ছিল ওই কিশোর। তাদের গাড়ি একটি গাছে ধাক্কা মারে। দুর্ঘটনায় গুরুতর জখম হয় তারা। সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন:
গত মঙ্গলবার রাতে উলহাসনগর-অম্বরনাথ রোডে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, ওই গাড়িটি সম্প্রতি বাবা-মাকে উপহার দিয়েছিল ১৭ বছরের ওই কিশোর। সেই গাড়ি নিয়েই বন্ধুর সঙ্গে বেরিয়েছিল সে। গাড়িটি চালাচ্ছিল কিশোর নিজেই।