Advertisement
২৪ সেপ্টেম্বর ২০২৩
Dera sacha sauda

Gurmeet Ram Rahim: শিষ্য খুনে অপরাধী গুরমিত রাম রহিমের সাজা ঘোষণা পিছোল সিবিআই আদালত

২০০২ সালের ১০ জুলাই কুরুক্ষেত্রের খানপুর কোলিয়া গ্রামে গুরমিতের শিষ্য রণজিৎ সিংহের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়েছিল।

গুরমিত রাম রহিম।

গুরমিত রাম রহিম। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
চণ্ডীগড় শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২১ ১৮:৩৬
Share: Save:

শিষ্য খুনে দোষী সাব্যস্ত ডেরা সাচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিমের সাজা ঘোষণা পিছিয়ে গেল। মঙ্গলবার হরিয়ানার পঞ্চকুলার বিশেষ সিবিআই আদালতে গুরমিত এবং তাঁর সহ-অপরাধীদের সাজা ঘোষণার কথা ছিল। রোহটকের সুনারিয়া জেলে বন্দি ধর্মগুরুকে ভিডিয়ো কনফারেন্স শুনানিতেও হাজির করানো হয়েছিল। কিন্তু আগামী সোমবার পর্যন্ত সাজা ঘোষণা পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা করে আদালত।

তদন্তকারী সংস্থা সিবিআই ইতিমধ্যেই ওই খুনের মামলায় দোষী সাব্যস্ত গুরমিতের ফাঁসির সাজার আবেদন করেছে আদালতের কাছে। অন্য দিকে, গুরমিত তাঁর নানা সমাজসেবার কথা বলে প্রাণভিক্ষার আর্জি জানিয়েছেন।

২০০২ সালের ১০ জুলাই কুরুক্ষেত্রের খানপুর কোলিয়া গ্রামে গুরমিতের শিষ্য রণজিৎ সিংহের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়েছিল। গুরমিতের বিরুদ্ধে বাবাকে খুনের অভিযোগ জানান রণজিতের ছেলে। সিবিআই-এর দাবি, গুরমিত তাঁর শিষ্যাদের উপর যৌন নির্যাতন চালাতেন। তাঁর সন্দেহ ছিল, এই খবর বাইরে বেরনোর পিছনে রয়েছেন রণজিৎ। তাই তাঁকে খুন করানো হয়।

গত শুক্রবার পঞ্চকুলার বিশেষ সিবিআই আদালত গুরমিত এবং তাঁর চার সঙ্গীরকে রণজিৎ খুনের মামলায় দোষী সাব্যস্ত করে। প্রসঙ্গত, ২০১৭ সালের অগস্ট মাসে আশ্রমের মধ্যে দুই শিষ্যাকে ধর্ষণ এবং এক সাংবাদিককে খুনের মামলায় অপরাধী গুরমিত এখন ২০ বছরের জেলের সাজা ভোগ করছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE