Advertisement
১০ মে ২০২৪
CBSE Exam

CBSE result: প্রকাশিত হল সিবিএসই দশম শ্রেণির ফল, টেক্কা ছাত্রীদের, পাশের হার ৯৪ শতাংশের বেশি

শুক্রবারই প্রকাশিত হয়েছে সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলও। এ ক্ষেত্রেও ছাত্রদের টেক্কা দিয়েছে ছাত্রীরা। পাশের হার প্রায় ৯৩ শতাংশ।

ফাইল ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ জুলাই ২০২২ ১৪:৪৭
Share: Save:

প্রকাশিত হল সিবিএসই দশম শ্রেণির পরীক্ষার ফল। পাশের হার ৯৪ শতাংশের বেশি। ছাত্রদের তুলনায় পাশের হারে এগিয়ে ছাত্রীরা।

২০২২-এর সিবিএসই-এর দশম শ্রেণির পরীক্ষার ফলপ্রকাশ হয়েছে। পাশের হার ৯৪.৪০ শতাংশ। ছাত্রদের তুলনায় ১.৪১ শতাংশ বেশি ছাত্রী পরীক্ষায় পাশ করেছেন। ৯৫ শতাংশের বেশি নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন ৬৪,৯০৮ জন। দু’লক্ষ ৩৬ হাজারেরও বেশি পড়ুয়া ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন।

একই দিনে প্রকাশিত হয়েছে দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলও। পাশের হার ৯২.৭১ শতাংশ। ৩৩,৪২৩ জন পড়ুয়া ৯৫ শতাংশের উপর নম্বর পেয়েছেন। এক লক্ষ ৩৪ হাজার পড়ুয়া পেয়েছেন ৯০ শতাংশের উপর নম্বর।

সিবিএসই ডট গভ ডট ইন (cbse.gov.in) এই ওয়েবসাইট-সহ অন্যান্য ওয়েবসাইটে ফল জানা যাচ্ছে। সে ক্ষেত্রে পড়ুয়াদের দিতে হবে রোল নম্বর এবং স্কুলের নম্বর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CBSE Exam
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE