Advertisement
১৬ মে ২০২৪
Delhi

Delhi: ছাত্রীর মাথায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সিলিং ফ্যান! বিতর্কে দিল্লির সরকারি স্কুল

ক্লাসরুমের ছাদ ভেজা আর স্যাঁতসেঁতে ছিল। ছাদ চুঁইয়ে জলও পড়ছিল। হঠাৎ বিকট শব্দ করে ছাদ ভেঙে যায়। সিলিং ফ্যান নীচে এসে পড়ে।

ক্লাসের মাঝে ভেঙে পড়ল সিলিং ফ্যান।

ক্লাসের মাঝে ভেঙে পড়ল সিলিং ফ্যান। ফাইল ছবি

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২২ ১০:৫২
Share: Save:

ক্লাসের মাঝে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সিলিং ফ্যান। সোজা এসে লাগল ছাত্রীর মাথায়। অসুস্থ অবস্থায় ওই ছাত্রী এখন হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনাটি ঘটেছে দিল্লির নাঙ্গলোই এলাকায়। সেখানেই একটি সরকারি স্কুলে গত শনিবার সিলিং ফ্যান ভেঙে এক ছাত্রীর ঘাড়ে পড়েছে বলে খবর। ওই ছাত্রী ঘটনার বিবরণ দিতে গিয়ে জানিয়েছে, আর পাঁচটা দিনের মতোই ক্লাস চলছিল। ক্লাসরুমের ছাদ ভেজা আর স্যাঁতসেঁতে ছিল। ছাদ চুঁইয়ে জলও পড়ছিল। হঠাৎ বিকট শব্দ করে ছাদ ভেঙে যায়। সিলিং ফ্যান নীচে এসে পড়ে।

ফ্যানের ঠিক নীচেই বসে ছিল ওই ছাত্রী। তার মাথায় চোট লাগে। নাঙ্গলোই এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন সে।

এই ঘটনা নিয়ে এখনও স্কুল কর্তৃপক্ষ বা সরকারের কোনও প্রতিনিধি মুখ খোলেননি। সরকারি স্কুলে এমন ঘটনায় ছাত্রছাত্রীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Delhi Govt School Ceiling Fan Student
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE