লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল লেহ শহরে। পুলিশকর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। সংবাদ সংস্থা পিটিআই অনুসারে, লেহতে বিজেপির পার্টি অফিসের সামনে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেন তাঁরা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। লাঠিচার্জও করা হয়।
আগামী ৬ অক্টোবর লাদাখের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে কেন্দ্রের। তার আগে বুধবার লেহ শহরে বিক্ষোভ দেখায় একদল যুবক। তাঁদের মূল দাবি ছিল, লাদাখকে রাজ্যের মর্যাদা দিতে হবে। বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষুব্ধ জনতা বিজেপির পার্টি অফিসে হামলার চেষ্টা করে। পুলিশকর্মীরা বাধা দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিক্ষুব্ধেরা। লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে গত কয়েক বছর ধরেই আন্দোলন চলছে। তবে রাজ্যের দাবিতে এমন উত্তেজনা সাম্প্রতিক অতীতে দেখা যায়নি।
আরও পড়ুন:
সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পরে জম্মু ও কাশ্মীরকে ভেঙে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয়। একটি জম্মু ও কাশ্মীর এবং অন্যটি লাদাখ। প্রাথমিক ভাবে এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছিলেন জলবায়ুকর্মী সোনম ওয়াংচুক-সহ অনেকেই। কিন্তু গত কয়েক বছর ধরেই পৃথক রাজ্যের দাবিতে ধারাবাহিক ভাবে সরব হয়েছেন ওয়াংচুক এবং তাঁর অনুগামীরা। বিগত দিনে দফায় দফায় অনশনেও বসেছেন তিনি। গত দু’সপ্তাহ ধরে লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে কেন্দ্রের উপর চাপ বৃদ্ধি করতে ফের অনশন শুরু করেছেন ওয়াংচুক। এরই মধ্যে বুধবার উত্তেজনা ছড়াল লেহতে।