Advertisement
E-Paper

‘ভুল করেছিলাম, এখন সংশোধন করছি’! ওবিসি সম্মেলনে জাতগণনা প্রসঙ্গে কেন বললেন রাহুল গান্ধী?

শুক্রবার রাহুল গান্ধী জানান, তাঁর ২১ বছরের রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় ভুল হল, ওবিসিদের স্বার্থরক্ষার জন্য যতটা কাজ করার প্রয়োজন ছিল, ততটা করতে পারেননি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুলাই ২০২৫ ১৬:৪০
Congress leader Rahul Gandhi says, It’s My mistake we couldn’t get caste census done earlier, correcting that now

রাহুল গান্ধী। ছবি: পিটিআই।

জাতগণনায় বিলম্বের জন্য নিজের ঘাড়ের দোষ নিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শুক্রবার দিল্লিতে কংগ্রেসের ওবিসি (অন্যান্য অনগ্রসর শ্রেণি) সম্মেলনে তাঁর আক্ষেপ, ‘‘আমরা আগে জাতগণনা করাতে পারিনি। কংগ্রেস নয়, ভুল আমিই করেছিলাম। এখন তা সংশোধন করছি।’’

তালকাটোরা স্টেডিয়ামে কংগ্রেসের ‘ভাগিদারি ন্যায় সম্মেলনে’ রাহুল বলেন, ‘‘আমি ২০০৪ সাল থেকে রাজনীতি করছি। যখন পিছনে তাকিয়ে ২১ বছরের রাজনৈতিক জীবনের আত্মবিশ্লেষণ করি তখন দেখতে পাই, সবচেয়ে বড় ভুল যা করেছি তা হল, ওবিসিদের স্বার্থরক্ষার জন্য যতটা কাজ করার প্রয়োজন ছিল, ততটা করতে পারিনি। ১০-১৫ বছর আগেও ওবিসিদের সমস্যাগুলি এত গভীর ভাবে অনুধাবন করতে পারিনি।’’ তবে দলিত (এসসি), জনজাতি (এসটি) এবং নারীদের অধিকার রক্ষার জন্য তাঁর প্রচেষ্টায় কোনও খামতি হয়নি বলে জানান রাহুল। ওই সম্মেলনে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে জানান, ওবিসিদের উন্নয়নের জন্য সুনির্দিষ্ট রূপরেখা তৈরি করতে চলেছে তাঁর দল।

ঘটনাচক্রে গত মে মাসে জনগণনার সঙ্গে জাতগণনা করার ঘোষণা করেছে কেন্দ্র। তার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের সেই ‘কৃতিত্ব’ নিয়ে জোরকদমে প্রচারে নেমে পড়েছে বিজেপি শিবির। ইতিমধ্যেই বিজেপি নেতৃত্বাধীন এনডিএ বার্তা দিয়েছে, বিহারের আসন্ন নির্বাচনে জাতগণনার বিষয়টি প্রচারের অন্যতম হাতিয়ার হতে পারে তাদের। ঘটনাচক্রে, বর্তমানে বিজেপির সহযোগী নীতীশ কুমার আরজেডি এবং কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী থাকার সময় বিহারে জাতগণনার প্রক্রিয়া শুরু হয়েছিল। বস্তুত, গত বছরের গোড়ায় বিজেপির হাত ধরার আগেই নীতীশের সরকার বিহারে জাতগণনা সেরে ফেলেছিল। সেই মতো বিহারে ৬৫ শতাংশ সংরক্ষণ নীতিও তিনি চালু করেছিলেন। যদিও তাতে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট।

Rahul Gandhi Census Caste Census Congress Leader OBC Congress
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy