ডোভাল: ভেড়াগুলোর ওজন কত? কী খাওয়াও?
মেষপালক: এগুলোর ওজন প্রায় ৩৫ কেজি।
ডোভাল: দাম কত?
মেষপালক: এক একটা ১০ হাজার টাকায় বেচছি।
ডোভাল: কোথা থেকে আসছ?
মেষপালক: কার্গিলের দ্রাস থেকে। দ্রাস চেনেন?
ডোভাল: ক’টা ভেড়া এনেছ?
মেষপালক: ৪০-৫০টা। তার মধ্যে ২০টা বিক্রি হয়েছে।
ডোভাল: বাহ্। তার মানে প্রায় ২ লক্ষ টাকার ভেড়া বিক্রি করেছ।
অফিসার: তুমি এঁকে চেন?
মেষপালক: না।
অফিসার: ইনি এনএসএ অজিত ডোভাল।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
মেয়াদ শেষে নতুন দামে আপনাকে নতুন করে গ্রাহক হতে হবে
মেয়াদ শেষে আপনার সাবস্ক্রিপশন আপনাআপনি রিনিউ হয়ে যাবে
সাবস্ক্রাইবার হলে আপনি পাচ্ছেন
প্রতি সকালে আনন্দবাজার পত্রিকার নতুন ই-পেপার
পুরনো দিনের খবর মিলবে আর্কাইভে
শুধুই ছবিতে নয়, খবর এবার টেক্সটেও
আমাদের সাথে যোগাযোগ করুন
Monday - Saturday: 10 am to 6 pm (except public holidays).
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি: