Advertisement
২৪ মে ২০২৪
Bulldozer

মধ্যপ্রদেশে বুলডোজার নিদান, জামাইকে কুড়ুল দিয়ে খুন করা শ্বশুরের বাড়ি ভাঙার সিদ্ধান্ত

সোমবার মধ্যপ্রদেশের শিবপুরী থানার পুলিশ জানায়, বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হবে অভিযুক্ত ব্রকভান জাটভের বাড়ি। কেড়ে নেওয়া হবে বন্দুকের লাইসেন্সও।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
ভোপাল (মধ্যপ্রদেশ) শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২২ ১৭:১০
Share: Save:

মেয়ের ভালবাসার পাত্র একই জাতের। তবু মত ছিল না বিয়েতে। তা সত্ত্বেও সেই ছেলেকেই বিয়ে করে মধ্যপ্রদেশের মচ্ছওয়ালি ছেড়ে গুজরাতে চলে গিয়েছিল মেয়ে। সেখানে দু’বছর কাটিয়ে দীপাবলিতে একরত্তি কন্যাসন্তানকে নিয়ে ফিরে এসেছিল ওই দম্পতি। আশা ছিল, এত দিনে পরিবারের লোক সব ভুলে তাঁদের বিয়েকে মেনে নেবেন। কিন্তু ২৩ বছরের ধীরু জাটভ নিজের গ্রামে ফিরতেই গত শনিবার রাতে তাঁকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করেছিলেন শ্বশুর। দিল্লির শিবপুরী থানায় এ নিয়ে মেয়ের বাড়ির পরিবারের ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নিহতের বাবা। সোমবার পুলিশ জানাল, বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হবে অভিযুক্ত ব্রকভান জাটভের বাড়ি। কেড়ে নেওয়া হবে বদুকের লাইসেন্সও।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই খুনের বিষয়ে প্রথম অভিযোগ দায়ের করেন নিহতের বাবা। নিহতের বাবার দাবি অনুযায়ী, তাঁর ছেলে আরও দু’জনকে নিয়ে স্থানীয় একটি দোকানে গিয়েছিলেন। সেই সময় মেয়ের বাবা ব্রকভান তাঁকে অপহরণ করে একটি নির্জন জায়গায় নিয়ে যায়। তার পর তাঁকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করা হয়। সোমবার নিহতের স্ত্রী অভিযোগ করেছেন যে, তাঁকেও খুন করার হুমকি দেওয়া হচ্ছে।

নিহতের বাবা জানান, পরিচিত এক জনের কাছ থেকে খবর পেয়ে ছেলেকে বাঁচাতে তিনি ছুটে গিয়েছিলেন। সে সময় তাঁর ছেলেকে লাঠি দিয়ে বেধড়ক মারা হচ্ছিল। অভিযোগ, তিনি আটকাতে যাওয়ার আগেই কুড়ুল দিয়ে কুপিয়ে হত্যা করা হয় তাঁর ছেলেকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bulldozer Madhya Pradesh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE