উদ্বেগ বাড়িয়ে রাজধানীতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে এ বার হস্তক্ষেপ করতে এগিয়ে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানকার করোনা পরিস্থিতি পর্যালোচনা করে দেখতে রবিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের সঙ্গে বৈঠকে বসছেন তিনি। সংক্রমণ ঠেকাতে কী কী ব্যবস্থা নেওয়া যায়, তা নিয়ে সবিস্তার আলোচনা করবেন তাঁরা।
রাজধানীতে করোনার বাড়বাড়ন্ত ঠেকাতে সেখানকার সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিকে স্থানীয়দের জন্য সংরক্ষিত করার সিদ্ধান্ত নিয়েছিলেন কেজরীবাল। কিন্তু তাঁর সেই সিদ্ধান্ত নাকচ করে দেন দিল্লির উপরাজ্যপাল অনিত বৈজল। তা নিয়ে কেন্দ্রের সঙ্গে সঙ্ঘাতে না গিয়ে একজোটে করোনা পরিস্থিতি সামাল দেওয়ার কথা বলেছিলেন কেজরীবাল।
তার পর গত কয়েক দিন ধরে দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। শুক্রবার সেখানে নতুন করে ২১৩৭ জন কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হন। সব মিলিয়ে এই মুহূর্তে সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার ছুঁইছুঁই। কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১২১৪ জনের। তাই পরিস্থিতি বিবেচনা করে দিল্লি সরকারের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছেন অমিত শাহ।