যমুনা মায়ের অভিশাপেই দিল্লিতে হেরে গিয়েছে আম আদমি পার্টি (আপ)। মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে যাওয়া আতিশী মার্লেনাকে এমন কথা শুনিয়ে দিয়েছেন দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনা। সাক্সেনার সরকারি বাসভবন রাজ নিবাসের একটি সূত্রকে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।
ওই সূত্রের দাবি, দিল্লির বিধানসভা ভোটে আপের পরাজয়ের পর আতিশী মার্লেনা যখন মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে রাজ নিবাসে যান, সেই সময় উপরাজ্যপাল তাঁকে বলেন, “আপনার দল যমুনা মায়ের অভিশাপে হেরেছে।” ওই সূত্রটির আরও দাবি, উপরাজ্যপাল আতিশীকে জানিয়েছেন, জনগণের অসুবিধা নিয়ে আপ সরকারকে বার বার সতর্ক করা হলেও কেজরীওয়ালেরা সে কথা কানে তোলেননি।
প্রসঙ্গত, দিল্লির বিধানসভা নির্বাচনে ৪৮টি আসন পেয়ে একক ভাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। টানা ১০ বছর ক্ষমতায় থাকা আপের ঝুলিতে গিয়েছে মাত্র ২২টি আসন। হেরেছেন কেজরীওয়াল, মণীশ সিসৌদিয়া, সৌরভ ভরদ্বাজের মতো দলের শীর্ষস্থানীয় নেতারাও। এই পরিস্থিতিতে আপকে কটাক্ষ করে বিজেপি নেতা মনোজ তিওয়ারি বলেছিলেন, “অরবিন্দ কেজরীওয়ালকে অভিশাপ দিয়েছে যমুনা।”
আরও পড়ুন:
প্রসঙ্গত, যমুনার দূষণ এ বারের দিল্লি বিধানসভা ভোটের অন্যতম বিষয় ছিল। ভোটের কয়েক দিন বিজেপি শাসিত হরিয়ানা সরকারের বিরুদ্ধে যমুনায় বিষ মেশানোর অভিযোগ তুলেছিলেন কেজরীওয়াল।