শুধু ইএমআই দিয়েছেন বলে কোনও যৌথ মালিকানার সম্পত্তি থেকে স্ত্রীকে বঞ্চিত করতে পারেন না স্বামী, একটি মামলায় এমনটাই জানিয়েছে দিল্লি হাই কোর্ট। বলা হয়েছে, যে সম্পত্তি স্বামী এবং স্ত্রী উভয়ের নামে রয়েছে, নিয়মিত একতরফা ভাবে তার ইএমআই দিয়ে গেলেও তার সম্পূর্ণ মালিকানার অধিকার স্বামী পাবেন না।
১৯৯৯ সালে বিয়ে হয়েছিল দম্পতির। ২০০৫ সালে মুম্বইতে তাঁরা যৌথ ভাবে একটি বাড়ি কিনেছিলেন। কিন্তু ২০০৬ সাল থেকেই তাঁরা আলাদা থাকতে শুরু করেন। এর পর স্বামী বিবাহবিচ্ছেদের মামলা করেছিলেন। এখনও তা বিচারাধীন। এই পরিস্থিতিতে যৌথ মালিকানার ওই বাড়িটির উপর একক মালিকানা দাবি করেন স্বামী। জানান, বাড়ি কেনার পর থেকে তিনিই ইএমআই দিয়ে গিয়েছেন। দিল্লি হাই কোর্টের বিচারপতি অনিল ক্ষেত্রপাল এবং বিচারপতি হরিশ বৈদ্যনাথনের বেঞ্চে এই মামলার শুনানি হয়েছে।
আরও পড়ুন:
আদালতের পর্যবেক্ষণ, ‘‘যখন কোনও সম্পত্তি স্বামী-স্ত্রীর নামে যৌথ ভাবে কেনা হয়, স্বামীর একক মালিকানার দাবি গ্রাহ্য হতে পারে না।’’ স্বামীর আবেদন বেনামি সম্পত্তি লেনদেন আইনের চার নম্বর ধারার বিরোধী বলেও জানিয়েছে আদালত। ওই আইনে বলা হয়েছে, সম্পত্তির মালিকানার সমানাধিকার রয়েছে, এমন কোনও ব্যক্তির বিরুদ্ধে আর এক মালিক মামলা করতে বা কোনও পদক্ষেপ করতে পারেন না।
হাই কোর্টে মামলা করে স্ত্রী জানিয়েছেন, স্বামীর সম্পত্তির ৫০ শতাংশের উপর তাঁর অধিকার রয়েছে। কারণ, হিন্দু বিবাহ আইন অনুসারে তা তাঁর ‘স্ত্রীধন’-এর অংশ। তাই তার উপরেও মহিলা নিজের মালিকানা দাবি করেছেন। আদালত জানিয়েছে, ইএমআই দিয়েছেন বলে ওই সম্পত্তি পুরোপুরি স্বামীর মালিকানাধীন হয়ে যাবে না।