Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Delhi

Coronavirus in India: দিল্লিতে লাফিয়ে বাড়ল দৈনিক আক্রান্ত, গত ২৪ ঘণ্টায় সংক্রমণে ৫০ শতাংশ বৃদ্ধি

বুধবার দিল্লির স্বাস্থ্য দফতর প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী, সেখানে সংক্রমণের হার এক লাফে বেড়ে হল ২.৪৯ শতাংশ।

করোনা পরীক্ষা

করোনা পরীক্ষা

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২২ ২২:৩৯
Share: Save:

দিল্লিতে আবার লাফিয়ে বাড়তে শুরু করে দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ২৯৯ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। যা মঙ্গলবারের তুলনায় প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ল সংক্রমণের হারও।

বুধবার দিল্লির স্বাস্থ্য দফতর প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী, দিল্লিতে সংক্রমণের হার এক লাফে বেড়ে হল ২.৪৯ শতাংশ। এখনও পর্যন্ত দিল্লিতে কোভিডে মোট আক্রান্ত ১৮ লক্ষ ৬৬ হাজার ৮৮১ জন।

দিল্লিতে করোনা সংক্রমণে সাম্প্রতিক বৃদ্ধি প্রসঙ্গে স্বাস্থ্য দফতরের এক আধিকারিক বলেন, ‘‘আবার দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। কিছু মানুষকে হাসপাতালে ভর্তি করাতে হচ্ছে। এই বৃদ্ধি বেশি দিন স্থায়ী হবে না। শীঘ্রই কমতে শুরু করবে। যেমন গত জানুয়ারি মাসে দেখা গিয়েছিল। আশা করছি, কোভিডে দ্বিতীয় ঢেউয়ের মতো পরিস্থিতি তৈরি হবে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Delhi covid 19 india
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE