কেরলের বিজেপি নেতাকে খুনের মামলায় ১৫ জনকে মৃত্যুদণ্ড দিল সে রাজ্যের একটি আদালত। ১৫ জনই অধুনা নিষিদ্ধ সংগঠন ‘পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া’ বা পিএফআইয়ের সদস্য বলে জানা গিয়েছে। সোমবার এই সাজার কথা শুনিয়েছে কেরলের আলাপুঝার একটি আদালত।
২০২১ সালের ১৯ ডিসেম্বর কেরল বিজেপির ওবিসি শাখার তৎকালীন সাধারণ সম্পাদক রঞ্জিত শ্রীনিবাসন বাড়িতেই খুন হয়ে যান। পরিবারের সদস্যদের সামনেই তাঁকে মারধর করে হত্যা করা হয়। এই ঘটনায় অভিযোগের আঙুল ওঠে পিএফআই এবং আর এক সংগঠন সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি এফ ইন্ডিয়া বা এসডিপিআই সদস্যদের বিরুদ্ধে।
আরও পড়ুন:
বিজেপি নেতার খুনের এক দিন আগেই, ২০২১ সালের ১৮ ডিসেম্বর বাড়ি ফেরার পথে খুন হয়ে যান এসডিপিআই-এর নেতা কেএস শান। তার পরেই বিজেপি নেতাকে খুনের নেপথ্যে অনেকেই রাজনৈতিক ‘প্রতিহিংসা’ দেখেছিলেন।