Advertisement
০৫ অক্টোবর ২০২৩
Chain Snatchers

হার ছিনতাই করে পালাচ্ছিল, দুই দুষ্কৃতীর সঙ্গে একা লড়ল কিশোরী! ভিডিয়ো ভাইরাল

ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হতেই পুলিশের হাতে পৌঁছয় সেই ভিডিয়ো। একটি অভিযোগও দায়ের হয়। তদন্তে নেমে পুলিশ সাত ঘণ্টার মধ্যে দুই ছিনতাইবাজকে গ্রেফতার করে।

ছিনতাইবাজদের সঙ্গে লড়াই কিশোরীর। ছবি: টুইটার।
সংবাদ সংস্থা
লখনউ শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২২ ১৩:৫০
Share: Save:

বিকেলবেলায় নাতনিকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন এক বৃদ্ধা। রাস্তা ঘিঞ্জি হলেও ফাঁকা ফাঁকা ছিল। তাঁদের অনেক ক্ষণ ধরে অনুসরণ করছিল দুই ছিনতাইবাজ। বাইকে ছিল তারা। ঠাকুমা-নাতনি রাস্তার একটু ফাঁকা জায়গায় আসতেই ছিনতাইবাজরা আচমকাই তাঁদের সামনে চলে আসে। তার পর বৃদ্ধার গলা থেকে সোনার হার ছিনতাই করে বাইকে চেপে পালানোর চেষ্টা করে। আর তখনই তাদের উপর ঝাঁপিয়ে পড়ে কিশোরী। ঘটনাটি উত্তরপ্রদেশের মেরঠের।

এই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। পুলিশ সূত্রে খবর, গত ১০ ডিসেম্বর নাতনিকে নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, হার ছিনতাই করে পালানোর সময় বাইকের পিছনের আসনে বসা এক ছিনতাইবাজকে টেনে ধরে কিশোরী। তার হাত ছাড়িয়ে পালাতে গিয়ে বাইক নিয়ে পড়েও যায় ছিনতাইবাজরা। তার পরেও তাদের সঙ্গে হাতাহাতি চলতে থাকে কিশোরীর। একা হাতে দুই ছিনতাইবাজকে ধরে রাখার চেষ্টা করে সে। কিন্তু শেষরক্ষা হয়নি। ছিনতাইবাজরা পালিয়ে যায়।

ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হতেই পুলিশের হাতে পৌঁছয় সেই ভিডিয়ো। একটি অভিযোগও দায়ের হয়। তদন্তে নেমে পুলিশ সাত ঘণ্টার মধ্যে দুই ছিনতাইবাজকে গ্রেফতার করে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE