ভারী বর্ষণের জেরে বিপর্যস্ত গুরুগ্রামের জনজীবন। সোমবার বিকেলের পর থেকে টানা বৃষ্টি শুরু হয়েছে গুরুগ্রামে। তার ফলে শহরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। কোথাও হাঁটুসমান, আবার কোথাও কোথাও গোঁড়ালিডোবা জল জমেছে। আর সেই কারণে শহরে যানজটের সৃষ্টি হয়েছে। কিছু জায়গায় সাত-আট কিলোমিটার দীর্ঘ যানজটের ছবিও প্রকাশ্যে এসেছে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে রয়েছেন মানুষ। সামনে এগোনো কিংবা গাড়ি ঘুরিয়ে অন্য পথ ধরার কোনও উপায় নেই।
মঙ্গলবারও আবহাওয়া পরিবর্তনের তেমন সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই বিষয়টি মাথায় রেখেই সতর্কতামূলক পদক্ষেপ করেছে প্রশাসন। শহরের অফিসগুলিকে বলা হয়েছে, যেন তারা তাদের কর্মীদের মঙ্গলবার বাড়ি থেকে কাজ করতে বলে। স্কুলগুলিকে অনলাইনে ক্লাস নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
গুরুগ্রামে বৃষ্টি মাথায় নিয়ে জল পেরিয়ে গন্তব্যে পৌঁছোনোর চেষ্টায় স্থানীয়েরা। ছবি: পিটিআই।
গুরুগ্রামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছেন, সোমবার বিকেল ৩টে থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শহরে ১০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে। মৌসম ভবনের পূর্বাভাস, মঙ্গলবার গুরুগ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা। সেই সতর্কতার পরেই স্থানীয় প্রশাসনের তরফে অফিস এবং স্কুলগুলি মঙ্গলবার বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
জলমগ্ন গুরুগ্রামের বেশ কয়েকটি ছবি ও ভিডিয়ো (যদিও ছবি বা ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম) সমাজমাধ্যমে ছড়িয়েছে। সেই জল পেরিয়ে গন্তব্যে পৌঁছোতে হিমশিম খেতে হয় স্থানীয়দের। হতাশার নানা ছবি তুলে ধরেন ভুক্তভোগীরা। বিশেষত, অফিসফেরত যাত্রীরা বেশি সমস্যায় পড়েন। বৃষ্টির কারণে রাস্তাঘাটে গাড়িও কম চলছে। বিপাকে পড়েন সাধারণ মানুষ।