Advertisement
১১ মে ২০২৪
himachal pradesh

Jai Ram Thakur: উত্তরাখণ্ড, কর্নাটক, গুজরাতের পর কি হিমাচলের পালা! মুখ্যমন্ত্রী দিল্লিতে আসায় জল্পনা

গত সপ্তাহে হঠাৎ গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপাণীকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন নরেন্দ্র মোদী-অমিত শাহেরা।

ফাইল চিত্র

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২১ ০৭:১৩
Share: Save:

উত্তরাখণ্ড, কর্নাটক, গুজরাতের পরে কি এ বার হিমাচল প্রদেশের পালা! আজ সে রাজ্যের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর দিল্লিতে আসায় জল্পনা তীব্র হয়েছে। সূত্রের মতে, ছয় রাজ্যের মুখ্যমন্ত্রী পরিবর্তনের পরিকল্পনা রয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্বের। ইতিমধ্যেই তিন রাজ্যে পরিবর্তন হয়েছে।

গত সপ্তাহে হঠাৎ গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপাণীকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন নরেন্দ্র মোদী-অমিত শাহেরা। তার পরেই চলতি মাসে দ্বিতীয় বার দিল্লিতে আসায় হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের মেয়াদ নিয়েও প্রশ্নচিহ্ন উঠে যায়। আগামী ১৬ সেপ্টেম্বর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সরকারি অনুষ্ঠানে শিমলা যাওয়ার কথা রয়েছে। সেই সফরের আগে জয়রামের দিল্লি আসা নিয়ে জল্পনা শুরু। যদিও জয়রামের দাবি, তিনি পূর্বনির্ধারিত দলীয় বৈঠকে যোগ দিতে দিল্লি এসেছেন। জয়রাম-ঘনিষ্ঠ শিবিরের মতে, সমস্যা তৈরি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। সম্প্রতি হিমাচল প্রদেশে বিজেপির জন আশীর্বাদ যাত্রায় অনুরাগের সমর্থনে ভিড় ছিল দেখার মতো। অনুরাগকে ওই রাজ্যের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করার দাবিও উঠেছে দলে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

himachal pradesh chief minister BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE