ইংরেজি পরীক্ষায় খারাপ ফল করায় ন’বছরের পড়ুয়ার মুখে কালি মাখালেন স্কুলেরই শিক্ষক।
হরিয়ানার একটি স্কুলে গত ৬ ডিসেম্বর এই ঘটনা ঘটেছে। মেয়েটি দলিত সম্প্রদায়ের। তার পরিবার সংবাদমাধ্যমে জানিয়েছে, চতুর্থ শ্রেণিতে পাঠরত ওই মেয়েটি ইংরেজি পরীক্ষায় ভাল ফল করতে পারেনি। তার জন্য মুখে কালি মাখিয়ে তাকে গোটা স্কুলে ঘোরান অভিযুক্ত শিক্ষক।
এর আগেও বহু পড়ুয়ার সঙ্গে এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন মেয়েটির বাবা। সেই সমস্ত অভিভাবকদের নিয়ে সোমবার স্কুল ঘেরাও করে বিক্ষোভ দেখান তিনি। অবিলম্বে স্কুলটি বন্ধ করে দেওয়া উচিত বলে মত তাঁর।
আরও পড়ুন: স্কুলে মোবাইল ব্যবহার করতে পারবে না পড়ুয়ারা, সতর্ক করা হল শিক্ষকদের
আরও পড়ুন: বিজেপিকে ভোট দেওয়ার খেসারত নাগরিকত্ব বিল, মোদী সরকারকে আক্রমণ চিদম্বরমের
সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে ওই ব্যক্তি বলেন, ‘‘চতুর্থ শ্রেণির ছাত্রী কয়েকটা প্রশ্নের উত্তর দিতে পারেনি তো কী হয়েছে! এই ধরনের আচরণ করা একেবারেই উচিত হয়নি ওই শিক্ষকের।’’