সাম্প্রতিক সংঘর্ষবিরতি ভঙ্গ ও নিয়ন্ত্রণরেখায় বিস্ফোরণে সেনার মৃত্যুর প্রেক্ষিতে জম্মুর পুঞ্চে ফ্ল্যাগ মিটিং করল ভারত ও পাকিস্তানের সেনা।
২০২৩ সালে সংঘর্ষবিরতি সমঝোতার পর থেকে জম্মু-কাশ্মীর সীমান্তে খুব বেশি সংঘর্ষবিরতি ভঙ্গের ঘটনা ঘটেনি। কিন্তু সম্প্রতি রাজৌরি ও পুঞ্চ জেলায় পাক সেনার হামলায় আহত হন দুই সেনা। ১১ ফেব্রুয়ারি আখনুর সেক্টরে বিস্ফোরণে নিহত হন সেনার ক্যাপ্টেন করমজিৎ সিংহ বক্সী-সহ দুই সেনা। পরে হামলার দায় স্বীকার করে জইশ ই মহম্মদের শাখা সংগঠন ‘পিএএফএফ’। এই পরিস্থিতিতে জম্মুর চাকন দা বাগ এলাকায় ফ্ল্যাগ মিটিংয়ে বসে দু’দেশের সেনা। আজ সকাল ১১টা থেকে ব্রিগেড কমান্ডার স্তরের এই বৈঠক শুরু হয়। সেনা জানিয়েছে, ৭৫ মিনিট ধরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই আলোচনা হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)