Advertisement
০২ মে ২০২৪
Wheat

Wheat product: গমের পর এ বার আটা, ময়দা রফতানিও বন্ধ মঙ্গলবার থেকে, জারি নয়া নির্দেশিকা

ভারতের ঘরোয়া বাজারে গমের সঙ্কট যাতে তৈরি না হয় সে জন্য গম রফতানি বন্ধ করেছিল সরকার। কিন্তু দেখা গেল, আটা, ময়দা রফতানি বেড়ে গিয়েছে।

ফাইল ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৭ জুলাই ২০২২ ১৬:৫৯
Share: Save:

ঘরের চাহিদা সামাল দিতে গম রফতানি বন্ধ করে দিয়েছিল ভারত সরকার। কিন্তু বাস্তবে দেখা গেল, ভারত থেকে গম ও যবজাত পণ্য অর্থাৎ আটা, ময়দা রফতানি রাতারাতি বেড়ে গিয়েছে। এ বার তাতে লাগাম দিতে আগামী সপ্তাহের ১২ তারিখ, মঙ্গলবার থেকে বিদেশে আটা, ময়দা রফতানিও বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী মঙ্গলবার থেকে আটা, ময়দা রফতানি বন্ধ হলেও, বিশেষ পরিস্থিতিতে মন্ত্রিসভার গম সংক্রান্ত কমিটি থেকে ছাড়পত্র নিতে হবে।

ওয়াকিবহাল মহলের মতে, ঘরোয়া বাজারে আটার দাম নিয়ন্ত্রণে রাখতেই রফতানি বন্ধের সিদ্ধান্ত কেন্দ্রের। এর আগে গম রফতানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল সরকার। কিন্তু বাস্তবে দেখা যায়, এর ফলে রাতারাতি আটা, ময়দা এবং অন্যান্য গমজাত পণ্যের রফতানি বৃদ্ধি পেয়েছিল। ফলে আসল উদ্দেশ্য পূরণ হচ্ছিল না। দেশের বাজারেও আটার দাম নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ছিল। তাই ১২ জুলাই থেকে গমজাত পণ্য যেমন, আটা, ময়দা রফতানি বন্ধ করার সিদ্ধান্ত নিল সরকার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Wheat Export
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE