Advertisement
E-Paper

বস্তির স্কুলে পড়াশোনা, বম্বে হাই কোর্টের আইনজীবী হিসাবে শুরু, দেশের প্রধান বিচারপতি পদে গবই

১৯৮৫ সালে বম্বে হাই কোর্টে আইনজীবী হিসাবে কর্মজীবন শুরু করেন বিচারপতি গবই। মহারাষ্ট্রের অমরাবতীর বাসিন্দা বিচারপতি গবই বম্বে হাই কোর্টে বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছিলেন ২০০৩ সালে।

Justice BR Gavai takes oath as 52nd Chief Justice of India

দেশের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন বিচারপতি বিআর গবই। ছবি: পিটিআই।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মে ২০২৫ ১২:১৯
Share
Save

দেশের ৫২তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন ভূষণ রামকৃষ্ণ গবই। নির্ধারিত সূচি মেনে বুধবার সকাল ১০টায় রাষ্ট্রপতি ভবনে তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার মতো তিনিও ছ’মাস দেশের বিচারব্যবস্থার শীর্ষপদে থাকবেন। তাঁর অবসরের তারিখ চলতি বছরেরই ২৩ নভেম্বর।

১৯৬০ সালের ২৪ নভেম্বর মহারাষ্ট্রের অমরাবতীতে জন্মগ্রহণ করেন বিচারপতি গবই। তাঁর কথাতেই, শৈশব কেটেছে বস্তি এলাকায়। গত বছর এক অনুষ্ঠানে বক্তৃতা করার সময় বিচারপতি গবই বলেছিলেন, ‘‘বিআর অম্বেডকরের প্রচেষ্টার কারণেই আমার মতো এক জন, যার পড়াশোনা আধা বস্তি এলাকার পুরসভা স্কুলে, সে সুপ্রিম কোর্টের বিচারপতি হতে পেরেছে।’’

১৯৮৫ সালে বম্বে হাই কোর্টে আইনজীবী হিসাবে কর্মজীবন শুরু করেন বিচারপতি গবই। বম্বে হাই কোর্টে বিচারপতি হিসাবে নিযুক্ত হন ২০০৩ সালে। দীর্ঘ ১৫ বছর সেখানে কাজ করেছেন। তার পর ২০১৯ সালের ২৪ মে তাঁকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত করা হয়। তাঁর বাবা আরএস গবই সমাজকর্মী ছিলেন। বিহার এবং কেরলের রাজ্যপাল হিসাবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

প্রধান বিচারপতি গবই হলেন দেশের দ্বিতীয় তফসিলি জাতিভুক্ত। দেশের প্রথম তফসিলি জাতিভুক্ত প্রধান বিচারপতি ছিলেন কেরলের বিচারপতি কেজি বালকৃষ্ণণ। তিনি ২০১০ সালে অবসর নেন।

Supreme Court

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

এটি একটি প্রিন্ট আর্টিক্‌ল…

  • এমন অনেক খবরই এখন আপনার হাতের মুঠোয়

  • সঙ্গে রোজ পান আনন্দবাজার পত্রিকার নতুন ই-পেপার পড়ার সুযোগ

  • ই-পেপারের খবর এখন শুধুই ছবিতে নয়, টেক্সটেও

প্ল্যান সিলেক্ট করুন

মেয়াদ শেষে আপনার সাবস্ক্রিপশন আপনাআপনি রিনিউ হয়ে যাবে

মেয়াদ শেষে নতুন দামে আপনাকে নতুন করে গ্রাহক হতে হবে

Best Value
এক বছরে

৫১৪৮

১৯৯৯

এক বছর পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।
*মান্থলি প্ল্যান সাপেক্ষে
এক মাসে

৪২৯

১৬৯

এক মাস পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।