ঠোঁট আঠা দিয়ে বন্ধ। মুখের ভিতর ভরা রয়েছে নুড়িপাথর, যাতে কোনও ভাবেই কান্না কারও কানে না পৌঁছোয়। ঘন জঙ্গল থেকে এ ভাবেই উদ্ধার করা হল ১৫ দিনের নবজাতককে। সম্প্রতি রাজস্থানের ভিলওয়ারা জেলায় ঘটনাটি ঘটেছে। কত দিন শিশুটি ওই ভাবে পড়েছিল, তা এখনও স্পষ্ট নয়। শিশুটির বাবা-মার খোঁজে তদন্তে নেমেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভিলওয়ারার মণ্ডলগড় বিধানসভা কেন্দ্রের বিজোলিয়া থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। সীতাকুণ্ড মন্দিরের সামনের জঙ্গলে শিশুটিকে দেখতে পান এক গবাদি পশুপালক। শিশুটির ঠোঁট আঠা দিয়ে বন্ধ করা ছিল। কোনও মতে মুখ খুলেই দেখা যায়, মুখের ভিতর ভরা রয়েছে নুড়িপাথর! ঘটনার কথা শুনে শিউরে ওঠেন এলাকাবাসীরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখনও সেখানেই চিকিৎসা চলছে তার।
আরও পড়ুন:
ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। শিশুটির বাবা-মাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। নিকটবর্তী সমস্ত হাসপাতালের কাছ থেকে গত কয়েক দিনের প্রসূতিদের নামের তালিকা চাওয়া হয়েছে। আশপাশের গ্রামেও তল্লাশি চলছে।