Advertisement
০৬ মে ২০২৪
Viral

যুগলে দশ, ঘা খেলে পাঁচ, একই চায়ের ভিন্ন দাম নেন এই বিক্রেতা, দোকানের নামেও রহস্য

কর্মহীন বলে যুবকের প্রেমের প্রস্তাব ফেরান তাঁর প্রেমিকা। বিচ্ছেদের দু’বছর পর চায়ের দোকান খুলেছেন ওই যুবক।

বিচ্ছেদের দু’বছর পর চায়ের দোকান খুলেছেন ওই যুবক।

বিচ্ছেদের দু’বছর পর চায়ের দোকান খুলেছেন ওই যুবক। ছবি সংগৃহীত।

সংবাদ সংস্থা
ভোপাল শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২২ ১৯:৫২
Share: Save:

যার প্রেমে ধোঁকা খেয়েছিলেন যুবক, সেই প্রাক্তন প্রেমিকাকে বিঁধতে তাঁর নামের আদ্যক্ষর দিয়েই নিজের চা দোকানের নাম রাখলেন যুবক। ‘এম বেওয়াফা চায়েওয়ালা’— এই নামের চায়ের দোকান এখন চর্চার কেন্দ্রে। বিয়ের প্রস্তাব প্রেমিকা প্রত্যাখ্যান করায় মুষড়ে পড়েছিলেন ওই যুবক। বিচ্ছেদের পরই চায়ের দোকান খোলার সিদ্ধান্ত নেন তিনি। এই মুহূর্তে তাঁর চায়ের দোকান নজর কেড়েছে স্থানীয়দের।

নাম অন্তর গুজ্জর। বিএ ফাইনাল বর্ষের এই ছাত্রের বাড়ি মধ্যপ্রদেশের রাজগড়ে। সেখান খিলচিপুর নগর বাসস্ট্যান্ডের কাছে চায়ের দোকান খুলেছেন ওই যুবক। চায়ের দোকানের নাম তাঁর নামেই রাখা হোক— প্রেমিকা এমনটাই চেয়েছিলেন বলে জানিয়েছেন ওই যুবক। সেই মতোই প্রেমিকার নামের আদ্যক্ষর দিয়ে নাম রেখেছেন চা-দোকানের। তবে বিচ্ছেদের পর তা শ্লেষাত্মক ভাবেই ব্যবহার করেছেন।

অন্তরের চায়ের দোকানে ব্যক্তিবিশেষে এক কাপ চায়ের দাম ভিন্ন। যেমন ওই দোকানে যদি কোনও যুগল এক কাপ চা খান, তা হলে দিতে হবে ১০ টাকা। আবার, একই চা যদি এমন কেউ খান, যাঁর বিচ্ছেদ হয়েছে, তা হলে সেই লাগবে পাঁচ টাকা।

ওই যুবক জানিয়েছেন, এক আত্মীয়ের বিয়েতে ওই তরুণীর সঙ্গে তাঁর আলাপ হয়েছিল। সেই আলাপ পরে প্রেমে গড়ায়। দু’বছর ধরে তাঁরা সম্পর্কে ছিলেন। কিন্তু অন্তর যেহেতু বেকার, তাই তাঁর বিয়ের প্রস্তাব নাকচ করে দেন তরুণী। অন্য এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি।

বিচ্ছেদের যন্ত্রণায় এক সময় আত্মহত্যার কথা ভেবেছিলেন অন্তর। বন্ধুরাই তাঁর পাশে দাঁড়ান। সেই মতো ধীরে ধীরে বিচ্ছেদ যন্ত্রণা উপশম করেন অন্তর। বিচ্ছেদের দু’বছর পর চায়ের দোকান খোলার সিদ্ধান্ত নেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Viral love
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE