সাংসদ-বিধায়কেরা অফিসে এলে উঠে দাঁড়িয়ে সম্ভাষণ করতে হবে সরকারি আধিকারিকদের! এমনই নির্দেশ দিল মহারাষ্ট্র সরকার। বৃহস্পতিবার মহারাষ্ট্র সরকারের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, সে রাজ্যের প্রতিটি প্রশাসনিক স্তরে কর্মরত আধিকারিকদের সাংসদ কিংবা বিধায়ককে দেখে উঠে দাঁড়়িয়ে সম্ভাষণ করতে হবে। জনপ্রতিনিধিদের সঙ্গে খারাপ ব্যবহার বা আচরণ করা যাবে না বলেও জানানো হয়েছে। অন্যথায় আইনি পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার মহারাষ্ট্রের প্রশাসনিক দফতরের তরফে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। সেখানে স্পষ্ট ভাবে বলা হয়েছে, সাংসদ কিংবা বিধায়কেরা দফতরে এলে উঠে দাঁড়িয়ে সম্ভাষণ করতে হবে সরকারি আধিকারিকদের। তাঁরা বৈঠক সেরে বেরিয়ে যাওয়ার সময়ও একই কাজ করতে হবে। সরাসরি কিংবা ফোনে যখন কোনও আধিকারিক জনপ্রতিনিধির সঙ্গে কথা বলবেন, তখন ভাল ব্যবহার করতে হবে। সাংসদ এবং বিধায়কদের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
ওই বিজ্ঞপ্তিতে এ-ও বলা হয়েছে যে, সরকারি প্রকল্পের শিলান্যাস কিংবা উদ্বোধনে রাজ্যের সমস্ক মন্ত্রী, বিধায়ক, সাংসদ, জেলা পরিষদের সভাধিপতি, পঞ্চায়েত প্রধানকে আমন্ত্রণ জানাতে হবে। সাংসদ কিংবা বিধায়কদের লিখিত প্রশ্নের জবাব দু’মাসের মধ্যে দিতে হবে সরকারি আধিকারিকদের। কর্তব্যপালনে কোনও ত্রুটি বা গাফিলতি থাকলে মহারাষ্ট্র সিভিল সার্ভিস রুল অনুযায়ী সংশ্লিষ্ট আধিকারিক বা আধিকারিকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে।