১৪ বছর আগে এক ব্যক্তি খুন করেছিলেন যুবক। ১৪ বছর পর বাবার খুনের ‘বদলা’ নিলেন ছেলে।গুলি করে খুন করার অভিযোগ উঠল উত্তরপ্রদেশের মাংলোরা গ্রামে।
পুলিশ জানিয়েছে, মৃতের নাম জয়বীর। তাঁর বিরুদ্ধে ব্রিজপাল নামে এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠেছিল ২০১১ সালে। সেই ব্রিজপালেরই ছেলে রাহুলের বিরুদ্ধে এ বার জয়বীরকে খুনের অভিযোগ উঠল। পুলিশ সূত্রে খবর, ব্রিজপালকে খুনের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন জয়বীর। ১১ বছর জেলও খাটেন তিনি। ২০২২ সালে জেল থেকে ছাড়া পান জয়বীর। তার পর থেকে মাংলোরা গ্রামে থাকছিলেন তিনি।
ব্রিজপালের ছেলে বাবার খুনির খোঁজ চালাচ্ছিলেন। কয়েক বছর ধরে খোঁজ চালানোর পর মাংলোরা গ্রামে জয়বীরের হদিস পান। তার পরই তাঁকে খুনের পরিকল্পনা করেন বলে পুলিশ সূত্রে খবর। শনিবার সন্ধ্যায় মাঠ থেকে বাড়ি ফিরছিলেন জয়বীর। রাহুল রাস্তায় অপেক্ষা করছিলেন। অভিযোগ, জয়বীরকে একা পেয়েই তাঁর উপর হামলা চালান। তাঁকে খুব কাছ থেকে গুলি করেন। তার পর পালিয়ে যান। রক্তাক্ত অবস্থায় জয়বীরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। রাহুলের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।